Dr. Fauci resigns: ইস্তফা দিচ্ছেন, অবসর নিচ্ছেন না, ডিসেম্বরেই সরছেন ডা. ফাউচি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 23, 2022 | 1:16 AM

Dr. Fauci resigns: সরকারি পদ থেকে ইস্তফা দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। তবে ৮১ বছর বয়সী জানিয়েছেন, এখনই তনি অবসর নিচ্ছেন না।

Dr. Fauci resigns: ইস্তফা দিচ্ছেন, অবসর নিচ্ছেন না, ডিসেম্বরেই সরছেন ডা. ফাউচি
ডিসেম্বরেই সরকারি পদ ছেড়ে দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ

Follow Us

ওয়াশিংটন: সরকারি পদ থেকে ইস্তফা দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মার্কিন চাকরির পরে ডিসেম্বরে ফেডারেল সরকারের বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টার পদে ছিলেন তিনি। সোমবার ডা. ফাউচি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরেই তিনি সরকারি পদ থেকে সরে যাবেন।

সোমবার তিনি জানিয়েছেন, “আমি আমার কর্মজীবনের পরবর্তী অধ্যায়ে পা দেওয়ার লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে সরকারি সব পদগুলি ছেড়ে দেব। এই ভূমিকাগুলি আমার কাছে আজীবনের সম্মান। সরকারি পদ থেকে ইস্তফা দিলেও আমি অবসর নিচ্ছি না।”

এর আগে বহু সংক্রামক রোগ প্রতিরোধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিলেও, কোভিড-১৯ মহামারির সময়ে মার্কিন সরকারের এই শীর্ষ সংক্রামক-রোগ বিশেষজ্ঞের নাম বিশ্বব্যাপী প্রায় প্রতি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। অনেকেই মনে করেন, ডা. ফাউচির সব পরামর্শ যদি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিতেন, তাহলে কোভিড মহামারিতে আমেরিকার অবস্থা এতটা খারাপ হত না। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা আবার করা ফেস মাস্ক পরা, দূরত্ব বজায় রাখার মতো ডা. ফাউচির জারি করা বিধিগুলির তীব্র বিরোধী। তাদের পক্ষ থেকে শেষ কয়েক বছরে পক্ষপাতমূলক সমালোচনা শুনতে হয়েছে ডা. অ্যান্টনি ফাউচিকে।

৮১ বছর বয়সী এই ভাইরোলজিস্ট মার্কিন প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টচার পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি পদে আছেন। তিনি আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িসেস’-এর ডিরেক্টর এবং এনআইএআইডি ল্যাবরেটরি অব ইমিউনোরেগুলেশন’-এর প্রধানের পদে রয়েছেন। করোনাভাইরাস মহামারি প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া ছাড়াও, এর আগে তিনি এইচআইভি বা এইডস এবং অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ডা. ফাউচির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে পরিচয় থাকুক বা না থাকুন, তিনি তাঁর কাজের মধ্য দিয়ে সকল আমেরিকানদের জীবনকে স্পর্শ করেছেন। তাঁর জনসেবার জন্য আমি তাঁকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী, আরও স্থিতিস্থাপক এবং স্বাস্থ্যকর হয়ে উঠেছে।”

Next Article