Sea Horse Dad: স্তন বাদ দিয়েছেন, জরায়ু বাদ দিতে গিয়ে জানলেন ৫ মাসের সন্তান আছে! এক পুরুষের ‘মাতৃত্বের’ কাহিনি

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 24, 2024 | 10:51 AM

Transgender Man: রূপান্তরকামী ওই ব্যক্তি লিঙ্গ পরিবর্তন করাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর ম্যাস্টেকটোমি অর্থাৎ অস্ত্রোপচার করে স্তন বাদ দিয়েছেন। সম্প্রতিই তিনি রোমের একটি হাসপাতালে ভর্তি হন হিস্টেরোটমি করানোর জন্য। জরায়ু বাদ দিতে গিয়েই চিকিৎসকরা দেখতে পান, গর্ভে পাঁচ মাসের সন্তান রয়েছে।

Sea Horse Dad: স্তন বাদ দিয়েছেন, জরায়ু বাদ দিতে গিয়ে জানলেন ৫ মাসের সন্তান আছে! এক পুরুষের মাতৃত্বের কাহিনি
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

প্যারিস: দেহ নারীর হলেও, মন থেকে তিনি পুরুষ। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের (Transition)। ব্রেস্ট রিমুভাল সার্জারি (Breast Removal Surgery) হয়ে গিয়েছে, চলছিল লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া। সেই সময়ই চিকিৎসক দিলেন সুখবর। জানালেন, তাঁর গর্ভে আসতে চলেছে নতুন অতিথি। ওই রূপান্তরকামী (transperson) পাঁচ মাসের গর্ভবতী (Pregnant)। এই প্রথম এমন ঘটনা ঘটল।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইটালিতে এই ঘটনাটি ঘটেছে। রূপান্তরকামী ওই ব্যক্তি লিঙ্গ পরিবর্তন করাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর ম্যাস্টেকটোমি অর্থাৎ অস্ত্রোপচার করে স্তন বাদ দিয়েছেন। সম্প্রতিই তিনি রোমের একটি হাসপাতালে ভর্তি হন হিস্টেরোটমি করানোর জন্য। জরায়ু বাদ দিতে গিয়েই চিকিৎসকরা দেখতে পান, গর্ভে পাঁচ মাসের সন্তান রয়েছে।

মার্কো নামক ওই রূপান্তরকামী সন্তানের জন্ম দেবেন বলেই ঠিক করেছেন। গর্ভস্থ শিশুর মা হলেও, আইনত তিনি বাবা হিসাবেই পরিচয় পাবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কোনও রূপান্তরকামী যদি গর্ভধারণ করেন, তবে তাদের ‘সি-হর্স ড্যাড’ বলা হয়। সি-হর্স নামক একটি সামুদ্রিক প্রাণীদের মধ্যে যেমন পুরুষেরা গর্ভধারণ করেন, তেমনই রূপান্তরকামী পুরুষও গর্ভধারণ করলে, তাকে ‘সি-হর্স ড্যাড’ বলা হয়।

এই বিষয়ে এন্ডোক্রিনোলজিস্ট ডঃ গিউলিয়া সেনোফন্টে জানান, হরমোন থেরাপি চলার কারণে গর্ভস্থ শিশুর প্রাণহানির ঝুঁকি রয়েছে। তিনি জানান, হরমো থেরাপি ঋতুচক্র বন্ধ করলেও, তা গর্ভনিরোধকের কাজ করে না। থেরাপি চলাকালীনও কোনও মহিলা, যিনি পুরুষে রূপান্তরিত হতে চান, তিনি গর্ভবতী হতে পারেন।

Next Article