AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: রুশের থেকে কেনা জমিতে মুখোমুখি ট্রাম্প-পুতিন, বিমানে ওঠার কথা মার্কিন প্রেসিডেন্টের মুখে

Donald Trump: বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, ইউক্রেনের সঙ্গে যদি রাশিয়া যুদ্ধ থামাতে রাজি হয়, তা হলে ভারত 'ট্রাম্প-জরিমানা' থেকে মুক্তি পাবে।

Donald Trump: রুশের থেকে কেনা জমিতে মুখোমুখি ট্রাম্প-পুতিন, বিমানে ওঠার কথা মার্কিন প্রেসিডেন্টের মুখে
| Updated on: Aug 15, 2025 | 10:09 PM
Share

নয়াদিল্লি: শুক্রবার ওয়াশিংটন থেকে আলাস্কায় পাড়ি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বায়ুসেনার বিমানে চেপেই পুতিনের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। এককালে এই আলাস্কা ছিল রাশিয়ার। কিন্তু পরবর্তীতে তা রুশের থেকে কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা বহুকাল আগের কথা।

এবার সেই আলাস্কার বুকেই মুখোমুখি হবেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুযায়ী, মধ্য়রাতে হতে চলেছে এই বৈঠক। প্রথমে একান্ত আলোচনায় বসবেন ট্রাম্প-পুতিন। সেই আলোচনা ফলপ্রসূ হলে তারপর বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা। সব শেষে হবে যৌথ সাংবাদিক বৈঠক। যা হয়তো নতুন মোড় আনবে বিশ্ব রাজনীতিতে।

এই আবহে বৈঠকের উদ্দেশে রওনা দেওয়ার আগে বড় কথা বলে দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার বিমানে ওঠার আগে তিনি বলেন, “উনি (পুতিন) ট্রাম্পের অর্থনীতি নিয়ে বেশ আগ্রহী। যদি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়, তা হলে এই নিয়েও একটা কথা-বার্তা হবে।” সহজ কোথায় আজকের বৈঠক ভালয় ভালয় মিটলে ট্রাম্প প্রস্তাব দেবেন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির। কিন্তু ‘যুদ্ধ বন্ধ না হলে ব্যবসার কথা’ উঠবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

তাঁর সংযোজন, “বৈঠক থেকে কিছু না কিছু একটা বেরিয়ে আসবে। ইউক্রেনকেও নিজের সীমানা নির্ধারণ করতে হবে।” আমেরিকা-রাশিয়া বৈঠক করবে, কিন্তু সেই নিয়ে নয়াদিল্লির চিন্তার কি কোনও কারণ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, ইউক্রেনের সঙ্গে যদি রাশিয়া যুদ্ধ থামাতে রাজি হয়, তা হলে ভারত ‘ট্রাম্প-জরিমানা’ থেকে মুক্তি পাবে।