Turkey Blast: তুরস্কের পার্লামেন্টের কাছে বিস্ফোরণ ঘটালো দুই জঙ্গি
তুরস্কের ইন্টেরিয়র মন্ত্রী এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলেছেন। তিনি জানিয়েছেন, দুই জন জঙ্গি রবিবার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর পর জঙ্গিদের সঙ্গে সে দেশের নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলে। সেই গুলির লড়াইয়ে দুই নিরাপত্তরক্ষী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। অন্য দিকে বোমা বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী।

আঙ্কারা: তুরস্কের রাজধানীতে আঙ্কারাতে রবিবার সকালে ঘটল বিস্ফোরণের ঘটনা। তুরস্কের পার্লামেন্ট বিল্ডিংয়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের পাশাপাশি গুলিচালনার ঘটনাও ঘটেছে সেখানে। তুরস্কের ইন্টেরিয়র মন্ত্রী এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলেছেন। তিনি জানিয়েছেন, দুই জন জঙ্গি রবিবার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর পর জঙ্গিদের সঙ্গে সে দেশের নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলে। সেই গুলির লড়াইয়ে দুই নিরাপত্তরক্ষী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। অন্য দিকে বোমা বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী। তবে অপর জঙ্গিকে নিরস্ত্র করার চেষ্টা নিরাপত্তারক্ষী চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
An explosion was heard on Sunday in Turkey’s capital Ankara near the parliament and ministerial buildings, Turkish media reported#explosion #Turkey #Ankara pic.twitter.com/CIZoPl6vRp
— IPNA (@irannewsvideo) October 1, 2023
#Ankara‘da İçişleri Bakanlığının Kızılay binası önünde patlama anı cep telefonu kameralarına böyle yansıdı pic.twitter.com/gUnQYqiyxA
— Rudaw Türkçe (@RudawTurkce) October 1, 2023
গরমের ছুটির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল তুরস্কের পার্লামেন্ট। সেই ছুটির পরই রবিবার খোলার কথা ছিল পার্লামেন্ট। তার আগেই এই বিস্ফোরণ এবং গুলি চালনার ঘটনা ঘটল। যদিও কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমানও এখনও অজানা।
2 terrorists carried out a bomb attack in #Turkish capital #Ankara . One of the terrorists blew himself up and the other terrorist was neutralized. During the fire, 2 of police officers were slightly injured. pic.twitter.com/wqUTd51LmS
— Smriti Sharma (@SmritiSharma_) October 1, 2023
Explosions and Gunfire have been heard this morning near the Parliamentary Building in the Turkish Capital of Ankara; a Significant Police and Military Presence has been observed in the Area but it is Unknown what exactly the ongoing Situation is. pic.twitter.com/dzSFxdHDg9
— OSINTdefender (@sentdefender) October 1, 2023
তবে স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, বম্ব স্কোয়াডের কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে।
পাল্টামেন্ট সেশনে যোগ দিতে আসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান। বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ছিলেন তিনি। এই বিস্ফোরণের বিষয়ে তুরস্কের এক আধিকারিক বলেছেন, “দুই জঙ্গি একটি গাড়ি করে ইন্টারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির বিল্ডিংয়ের কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়।”
