ইস্তানবুল: সিরিয়ায় (Syria) একটি অভিযানে মৃত্যু হয়েছে আবু হুসেইন আল-কুরেশি (Abu Hussein Al-Qurashi)। অনুমান করা হচ্ছে, আবু হুসেইনই ইসলামিক স্টেটের (ISIS) প্রধান। আর সিরিয়ায় তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার তরফে এক অভিযানে এই আইএসআইএস নেতাকে খতম করা হয়েছে। তুরস্কের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই দাবি করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইইপ এর্দোগান।
স্থানীয় এক সংবাদ মাধ্যমে এর্দোগান বলেন, “গতকাল (শনিবার) সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার এক অভিযানে আবু হুসেইন আল-কুরেশিকে নিধন করা হয়েছে।” অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা। অবশেষে সিরিয়ার মাটিতে আইএস প্রধানকে নিধনের খবর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত বছর ৩০ নভেম্বর আইএসআইএস-র প্রাক্তন প্রধান আবু হাসান আল-হাশিমির মৃত্যুর খবর ঘোষণা করেছিল সংগঠন। দক্ষিণ সিরিয়ার এক সামরিক অভিযানে তার মৃত্য হয়েছিল। তারপরই সংগঠনের প্রধান হিসেবে আবু হাসান আল-কুরেশিকে বেছে নেওয়া হয় বলে অনুমান করা হয়।
জানা গিয়েছে, উত্তর সিরিয়ার জনদারিস নামের এক শহরে গা ঢাকা দিয়েছিল আবু হুসেইন। এই উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তুরস্ক গত ২০২২ সাল থেকেই দখল করে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় অভিযান করে তুরস্কের গোয়েন্দা সংস্থা। আর এই অভিযান সফল হয়েছে বলেই দাবি প্রেসিডেন্টের। এদিকে এই সম্পর্কে সিরিয়ার ন্যাশনাল আর্মির তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমেকে এই শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতেই জনদারিসের এক প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। প্রায় ১ ঘণ্টা ধরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেই এলাকাও ঘিরে ফেলা হয়। এই অভিযানেই আবু হাসান আল-কুরেশিকে খতম করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।