Twitter: তিনদিনেই মতবদল, ‘ভুল’ স্বীকার করে ছাঁটাই করা কর্মীদের ফিরে আসতে বলল টুইটার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 07, 2022 | 11:47 AM

Twitter Layoff: টুইটারের অন্দরমহলের খবর, ইলন মাস্কের নির্দেশে সংস্থার অর্ধেক সংখ্যক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হলেও, বর্তমানে অনেক কর্মীর সঙ্গেই ফের যোগাযোগ করা হচ্ছে।

Twitter: তিনদিনেই মতবদল, ভুল স্বীকার করে ছাঁটাই করা কর্মীদের ফিরে আসতে বলল টুইটার
ফাইল চিত্র

Follow Us

সান ফ্রান্সিসকো: গত সপ্তাহেই ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার। সংস্থার নতুন মালিক ইলন মাস্কের নির্দেশেই এই ছাঁটাই করা হয়। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের মতবদল। এবার মাইক্রো ব্লগিং সংস্থার তরফে ছাঁটাই করা কর্মীদের মধ্যে বেশ কিছু সংখ্যক কর্মীকে অফিসে ফিরে আসতে বলা হল। ছাঁটাই হওয়া কর্মীদের জানানো হয়েছে, তাদের ভুলবশত তাড়িয়ে দেওয়া হয়েছে।

গত সপ্তাহের শুক্রবারই টুইটার কর্মীদের ছাঁটাই করা হয়। ইমেইল মারফত প্রায় ৩৭০০ কর্মীকে জানানো হয়, তাদের আর পরেরদিন থেকে কাজে আসার প্রয়োজন নেই। টুইটার সংস্থার এই নির্মমভাবে কর্মী ছাঁটাই নিয়ে তীব্র সমালোচনাও করা হয়। কিন্তু সপ্তাহ পার হতেই ফের মতবদল হয়েছে টুইটারের। রবিবার বিতাড়িত কর্মীদের জানানো হয় , ভুলবশত তাঁদের ছাঁটাই করা হয়েছে। কিছু কর্মীকে আবার পরিবর্তন করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে।

টুইটারের অন্দরমহলের খবর, ইলন মাস্কের নির্দেশে সংস্থার অর্ধেক সংখ্যক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হলেও, বর্তমানে অনেক কর্মীর সঙ্গেই ফের যোগাযোগ করা হচ্ছে। কমপক্ষে ১২ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে,  তাদের অনুরোধ করা হয়েছে কাজে ফিরে আসতে। যারা আর ফিরতে রাজি নন, তাদের কাছে অনুরোধ করা হয়েছে, তারা যেন অন্তত এসে কীভাবে কাজ হয়, তা বুঝিয়ে দেন। টুইটারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলেও, সংস্থার মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই ছাঁটাই করা কর্মীদের পুনরায় নিয়োগ করার পরিকল্পনা শুরু হয়েছে।

গত শুক্রবারই ইলন মাস্ক টুইট করে বলেন, “টুইটারের কর্মী ছাঁটাই প্রসঙ্গে বলছি, যখন সংস্থা প্রতিদিন ৪ মিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ে, তখন এই কাজ ছাড়া আর কোনও উপায় থাকে না।”

Next Article