Rishi Sunak : লিজের মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি সুনকের! ঋষির ‘চাকরি হারানো’ নিয়ে বিজ্ঞাপন ব্রিটেনের রাস্তায়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 08, 2022 | 2:34 PM

Rishi Sunak : নির্বাচনে হারার পাশাপাশি লিজের মন্ত্রিসভায় কোনও পদ পাননি ঋষি সুনক। তাঁর বর্তমান অবস্থাকে ঠাট্টা করে একটি ব্রিটিশ সংস্থাকে প্রচার অভিযান করে দেখা গেল।

Rishi Sunak : লিজের মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি সুনকের! ঋষির চাকরি হারানো নিয়ে বিজ্ঞাপন ব্রিটেনের রাস্তায়
ছবি সৌজন্যে : LinkedIn (Famous Campaigns)

Follow Us

লন্ডন : রাজনীতিতে কখন কী হয় তার আঁচ পাওয়া মুশকিল। আজ যে রাজা, কাল সে ফকির। ব্রিটেনের রাজনীতিতে সম্প্রতি সেরকম ছবিই দেখা গেল। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নেতা নির্বাচনের জন্য ভোটাভুটি চলছিল গত একমাস ধরে। সোমবার সেই নির্বাচন প্রক্রিয়ার ফলাফল ঘোষণা হয়। ব্রিটেনের প্রাক্তন চ্যান্সেলর ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে প্রধানমন্ত্রীর মুকুট নিজের মাথায় পরে নেন ব্রিটেনের বিদেশ সচিব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই নিজের মন্ত্রিসভা গঠন পর্ব সেরে ফেলেছেন ট্রাস। সংখ্যালঘু জনজাতি সম্প্রায়কে সেই মন্ত্রিসভায় প্রাধান্য দিয়েছেন তিনি। মন্ত্রিত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই নাগরিক। স্বরাষ্ট্র সচিব হয়েছেন সুয়েল্লা ব্রেভারম্যান। এদিকে প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য় যে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল লিজের মন্ত্রিসভায় রাখেননি তাঁকে। জায়গা পাননি ঋষি সুনকের সমর্থকরাও। এবার ঋষি সুনকের এই কোনও মন্ত্রক না পাওয়া নিয়ে বিজ্ঞাপন করতে দেখা গেল একটি ব্রিটেনের সংস্থাকেও।

ব্রিটেনের একটি নিয়োগকারী সংস্থা সিভি লাইব্রেরি ঋষি সুনককে নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। তাদের নতুন বিলবোর্ডে এই চাকরি ভিত্তিক সাইটটি সুনককে এক প্রকার আক্রমণ করেন। এখন আপাতত ব্রিটেনের রাস্তায় রাস্তায় সুনকের মুখের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই বিলবোর্ডে সুনকের মুখের পাশেই লেখা ক্যাপশন। সেখানে মোটা হরফে লেখা, ‘চাকরিটা পাননি?’। এই নীচেই একটি ট্যাগ লাইনে লেখা, ‘আমাদের কাছে সকলের জন্য চাকরি রয়েছে। আপনার জন্য কোনটা যথাযথ খুঁজে নিন।’

প্রসঙ্গত, সোমবারই ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। প্রথমদিকে ভাল লড়েও শেষ পর্যন্ত লিজ ট্রাসের কাছে হেরে যান সুনক। তারপর তাঁকে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন সুনক। তিনি টুইটে লেখেন, ‘আমি বরাবরই বলে এসেছি কনজারভেটিভরা আমার পরিবার। এখন নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একত্রিত হব।’ এদিকে বিশ্লেষকরা তাঁর হারের বেশ কিছু কারণও উল্লেখ করেছেন। তবে সিভি লাইব্রেরির এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিতে খুশি নন নেটিজ়েনরা এক লিঙ্কডইন ব্যবহারকারী লিখেছেন, ‘অসম্মানজনক! ছবিটি যার হোক না কেন ঋষি, লিজ, বরিস, টোনি, মার্গারেট, যদি আপনার ছেলে নিজের পছন্দের কাজটি না পান তাতে কি আমরা হাসি?’

Next Article