দুটি ডোজ়েই মিলবে করোনা থেকে তিনগুণ বেশি সুরক্ষা, দাবি গবেষণায়

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2021 | 8:36 AM

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, যে টিকাগুলি দেওয়া হচ্ছে, তা সংক্রমণ রুখতে যথেষ্ট কার্যকরী। ফাইজ়ার-বায়োএনটেকের যে টিকা দেওয়া হচ্ছে, তা ৯৬ শতাংশ কার্যকরী।

দুটি ডোজ়েই মিলবে করোনা থেকে তিনগুণ বেশি সুরক্ষা, দাবি গবেষণায়
ফাইল চিত্র। PTI

Follow Us

লন্ডন: করোনা টিকার যারা দুটি ডোজ়ই নিয়েছেন, তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, সম্প্রতি ব্রিটেনের একটি গবেষণায় জানা গিয়েছে এমনই তথ্য। গবেষণালব্ধ ফলে দেখা গিয়েছে, যাদের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা তিনগুণ কম।

রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অব কমিউনিটি ট্রান্সমিশন নামক এই গবেষণাটি করোনার উপর ব্রিটেনের সর্ববৃহৎ গবেষণা। বুধবার গবেষণার প্রকাশিত ফলে জানানো হয়েছে, মে মাসের ২০ তারিখ থেকে ৭ জুন অবধি যে রিঅ্যাক্ট রিপোর্ট (REACT-1 Report) জমা দেওয়া হয়েছিল, সেই সময় ইংল্যান্ডে সংক্রমণের হার ০.১৫ শতাংশ ছিল। বর্তমানে তা চার গুণ বেড়ে  ০.৬৩ শতাংশে পৌঁছেছে। যদিও ১২ জুলাই থেকে সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে।

গত ২৪ জুন থেকে ১২ জুলাই অবধি চলা এই গবেষণায় ৯৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। ইমপেরিয়াল কলেজ অব লন্ডন ও ইপসোস মোরি  (Ipsos MORI)-র যৌথ গবেষণায় দেখা গিয়েছে, করোনা টিকার দুটি ডোজ় প্রাপ্ত ব্য়ক্তিরা নিজেরা যেমন সংক্রমিত হওয়া থেকে তিনগুণ বেশি সুরক্ষিত, তেমনই টিকাপ্রাপ্ত ব্য়ক্তিদের থেকে বাকিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম।

এই বিষয়ে ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেন, “টিকাকরণ কর্মসূচির মাধ্যমে সুরক্ষার একটি দেওয়াল তৈরি হচ্ছে, যার ফলে আমরা ধারে ধীরে বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব। তবে সতর্কতা অবলম্বন করতে হবে সবসময়ই, কারণ এই ভাইরাসের সঙ্গেই আমাদের থাকতে হবে।”

তিনি আরও বলেন, “গবেষণার ফলাফলে আরও একবার সামনে উঠে এসেছে যে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কতটা প্রয়োজনীয়। সঠিকভাবে মাস্ক পরা, করোনার উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করানো, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে নিজেকে আইসোলেশনে রাখা প্রভৃতি। করোনা ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত ও কার্যকরী। তাই সকলকে অনুরোধ, যারা এখনও ভ্যাকসিন নেননি, তারা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন।”

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, যে টিকাগুলি দেওয়া হচ্ছে, তা সংক্রমণ রুখতে যথেষ্ট কার্যকরী। ফাইজ়ার-বায়োএনটেকের যে টিকা দেওয়া হচ্ছে, তা ৯৬ শতাংশ কার্যকরী। অন্যদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও ৯২ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে দুটি ডোজ়ের পর।  আরও পড়ুন:  ১৩২টি দেশে ডেল্টার খোঁজ, এক সপ্তাহেই বিশ্বের কী হাল হতে পারে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Article