AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৩২টি দেশে ডেল্টার খোঁজ, এক সপ্তাহেই বিশ্বের কী হাল হতে পারে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

WHO on COVID-19: বর্তমানে গোটা বিশ্ব ১৯ কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদি এই হারেই সংক্রমণ বাড়তে থাকে তবে আগামী সপ্তাহের মধ্যেই তা ২০ কোটির গণ্ডি পার করবে। 

১৩২টি দেশে ডেল্টার খোঁজ, এক সপ্তাহেই বিশ্বের কী হাল হতে পারে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 6:42 AM
Share

জেনেভা: ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের উহান শহরে মানবদেহে যে ভাইরাসের খোঁজ মিলেছিল, তা এতটা ভয়াবহ আকার ধারণ করবে, কেউ কল্পনা করেনি। বিগত দেড় বছরে প্রায় গোটা বিশ্ব জুড়েই করোনা ভাইরাস (COVID-19) ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে অভিযোজিতও হয়েছে ভাইরাস। ডেল্টা (Delta), আলফা(Alpha), বিটা (Beta) নামে নানা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও  সংক্রমাক হল ডেল্টা ভ্যারিয়েন্ট, যা বর্তমানে বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এমনটাই জানাচ্ছে। হু(WHO)-র মতে, আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে।

প্রতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে করোনা আপডেট দেওয়া হয়, তাতে জানানো হয়েছে, ১৩২টি দেশে বিটা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, ৮১টি দেশে ছড়িয়ে পড়েছে গামা। আলফা ভ্যারিয়েন্টের খোঁজ এখনও অবধি ১৮২টি দেশে মিলেছে, এ দিকে, ভারতেই প্রথম খোঁজ মেলা অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।

বিগত এক মাস ধরেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাচ্ছে, গত এক সপ্তাহেই ৪০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, “মূলত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেই মোট আক্রান্তের ৩৭ শতাংশের খোঁজ মিলছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের আক্রান্তের সংখ্যাও ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।”

বিগত এক সপ্তাহেই ৬৪ হাজার মানুষের সংক্রমণে মৃত্য়ু হওয়ায় মৃতের সংখ্যাও ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গোটা বিশ্ব ১৯ কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদি এই হারেই সংক্রমণ বাড়তে থাকে তবে আগামী সপ্তাহের মধ্যেই তা ২০ কোটির গণ্ডি পার করবে।  আরও পড়ুন: ভাঙচুর চালানো হল মন্দিরে, ভাঙা হল মূর্তি, ঘটনাস্থলে পাক রেঞ্জার্স