Video: চিনা দূতাবাসের ভিতর হুড়মুড়িয়ে ঢুকল ‘আগন্তুক’ গাড়ি, তারপরই গুলিবৃষ্টি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 10, 2023 | 1:28 PM

China consulate: অফিসের ভিতর হঠাৎ করে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে আতঙ্কে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও কর্মীদের কেউ হতাহত হননি। তবে গাড়িটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এভাবে চিনা দূতাবাসের ভিতর ঢুকে এসেছিল, তা স্পষ্ট নয়।

Video: চিনা দূতাবাসের ভিতর হুড়মুড়িয়ে ঢুকল আগন্তুক গাড়ি, তারপরই গুলিবৃষ্টি
চিনা দূতাবাসের অফিসের ভিতর ঢুকে পড়ল গাড়ি।
Image Credit source: AFP

Follow Us

সান ফ্রান্সিসকো: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চিনা দূতাবাসে (China consulate) ঢুকে পড়ল ‘আগন্তুক’ গাড়ি। লবিতেই নিরাপত্তারক্ষী গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। লবি ছাড়িয়ে একেবারে অফিসের ভিতর ঢুকে পড়ে একটি SUV গাড়ি। একেবারে চেয়ার, ডেস্কে ধাক্কা মেরে বেপরোয়াভাবে গাড়িটি ঢুকে পড়ে অফিসের ভিতর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে অফিসে ছেড়ে বেরিয়ে পড়েন কর্মীরা। অবশেষে গুলি চালিয়ে গাড়িটি থামায় নিরাপত্তারক্ষী। গোটা ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত চিনা দূতাবাসে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়ি। অফিসের দরজায় ধাক্কা খেয়ে একেবারে ভিসা অফিসের ভিতর ঢুকে পড়ে গাড়িটি। সন্দেহবশত ওই দূতাবাসে কর্তব্যরত পুলিশকর্মী গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং গাড়ির চালক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এদিকে, অফিসের ভিতর হঠাৎ করে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে আতঙ্কে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও কর্মীদের কেউ হতাহত হননি। তবে গাড়িটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এভাবে চিনা দূতাবাসের ভিতর ঢুকে এসেছিল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে চিনা দূতাবাস। আইন অনুসারে গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছে চিনা দূতাবাস।

Next Article