Uranium: হিথরো বিমানবন্দরে উদ্ধার তেজস্ক্রিয় ইউরেনিয়াম

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 12, 2023 | 12:50 AM

লন্ডন পুলিশের কাউন্টার টেরোরিজম কম্যান্ডের অফিসার রিচার্ড স্মিথ জানিয়েছেন ২৯ ডিসেম্বর নিয়মমাফিক স্ক্যানিংয়ের সময় সামান্য পরিমাণ তেজস্ক্রিয় মৌল পাওয়া গিয়েছে।

Uranium: হিথরো বিমানবন্দরে উদ্ধার তেজস্ক্রিয় ইউরেনিয়াম

Follow Us

লন্ডনের হিথরো বিমানবন্দরে গত মাসে একটি কন্টেনার এসেছিল। সেই কন্টেনারের মধ্যে পাওয়া গিয়েছে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম। ব্রিটিশ পুলিশ এক বিবৃতিতে একথা জানিয়েছে। যদিও ওই কন্টেনারে খুবই কম পরিমাণে ইউরেনিয়াম ছিল বলে জানা গিয়েছে। এবং ওই পরিমাণ ইউরেনিয়াম থেকে সরাসরি কোনও ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। লন্ডন পুলিশের কাউন্টার টেরোরিজম কম্যান্ডের অফিসার রিচার্ড স্মিথ জানিয়েছেন ২৯ ডিসেম্বর নিয়মমাফিক স্ক্যানিংয়ের সময় সামান্য পরিমাণ তেজস্ক্রিয় মৌল পাওয়া গিয়েছে। এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই পরিমাণ পদার্থ থেকে সরাসরি বিস্ফোরণ ঘটবে না। দ্য সান নামের এক ব্রিটিশ সংবাদমাধ্যম সর্বপ্রথম এই খবর জনসমক্ষে এনেছে। সানের প্রতিবেদনে জানানো হয়েছে, যে কন্টেনারটিতে ইউরেনিয়াম মিলেছে তার উৎপত্তিস্থল পাকিস্তান। তবে ওমান থেকে আসা বিমানে ইউরেনিয়াম থাকা কন্টেনারটি হিথরো বিমানবন্দরে এসেছিল। পাকিস্তান থেকে ওমানে কন্টেনারটি এসেছে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে।

বর্জ্য পদার্থ বোঝাই কন্টেনারেই ওই ইউরেনিয়াম ছিল। পাকিস্তানের দুর্বল ম্যানেজমেন্টের কারণেই ওই পরিমাণ ইউরেনিয়াম এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে ব্রিটিশ পুলিশের তরফে।

যদিও বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনা তদন্ত করা হচ্ছে। যদিও এই তেজস্ত্রিয় উদ্ধারের সঙ্গে সরাসরি বিস্ফোরণের সম্ভাবনা নেই।

Next Article