US Plane In Russia: পুতিনের ঘাঁটির সামনে বিমান দিয়ে পুরুষ যৌনাঙ্গ আঁকল মার্কিন বিমান, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 04, 2022 | 5:51 PM

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর ৩টি বিমান এবং রাশিয়ান বিমান মুখোমুখি হয়েছিল।

US Plane In Russia: পুতিনের ঘাঁটির সামনে বিমান দিয়ে পুরুষ যৌনাঙ্গ আঁকল মার্কিন বিমান, দেখুন ছবি
ফাইল ছবি

Follow Us

ওয়াশিংটন: দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার কথা গোটা বিশ্ব কারও অজানা নয়। রাশিয়া ও আমেরিকার একে অপরকে অস্বস্তিতে ফেলার কোনও সুযোগ হাতছাড়া করেন না। এই অবস্থায় পুতিনের দেশকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিলেন এক আমেরিকান সেনাবাহিনীর এক পাইলট। মঙ্গলবার সিরিয়ার মস্কো বেসের কাছে বিমানের গতিপথ দিয়ে আকাশে তিনি একটি কাল্পনিক পুরুষ যৌনাঙ্গ আঁকেন ওই পাইলট। KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার এরিয়াল রিফুয়েলিং প্লেনটি সিরিয়ার টারটাসের ঠিক পাশে এটি এঁকেছিলেন। ক্রেমলিনের রাডারে বিমানের এই কার্যকলাপ ধরা পড়েছে। যদিও শুধুমাত্র রাশিয়ানের অস্বস্তিতে ফেলার জন্য নাকি বিমানে জ্বালানি ভরার প্রয়োজনে যৌনাঙ্গটি অঙ্কিত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

টুইটারে জানানো হয়েছে যে বিমানটি সাইপ্রাসের ঠিক পূর্বে প্রায় দুই ঘণ্টা একই জায়গায় ছিল। ২০১৭ সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী রাশিয়া ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চুক্তির কারণে দামাস্কাস টারটাস বন্দরটি ক্রেমলিনকে লিজ দিয়েছিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার এই একটি মাত্র বেস রয়েছে। এই বেস থেকে মূলত বিভিন্ন সামগ্রী বণ্টন করা হয়ে থাকে। একজন রাশিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে এই বন্দরটি রাশিয়ার নতুন জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনের জন্য ব্যবহার করা হতে পারে।

চলতি বছরে ২৪ ফেব্রুয়ারি অতর্কিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। রুশ আক্রমণের মুখে প্রাথমিকভাবে কোণঠাসা হলেও প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেন্সকির নেতৃত্বে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এমনকী রাশিয়া অধীকৃত বেশ কিছু অঞ্চলও তারা পুনরুদ্ধার করেছে। দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনও সমঝোতাসূত্রে বের হয়নি। আগামী দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল।

Next Article