নিউ ইর্য়ক: ২২ বছরের এক যুবক। সেই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল পাঁচ মহিলার। সেই পাঁচ মহিলার মধ্যে এক জন আবার যুবকের স্ত্রী। ওই পাঁচ মহিলাই এখন অন্তঃসত্ত্বা। সকলেরই বাচ্চার বাবা হতে চলেছেন ওই যুবক। সম্প্রতি ওই যুবক বেবি শাওয়ার পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই হাজির ছিলেন পাঁচ অন্তঃসত্ত্বা মহিলা। তাঁদেরকে নিয়েই পার্টি করেছেন ওই যুবক। এই ঘটনার ভিডিয়ো টিকটকে শেয়ার করেছেন ওই যুবকের স্ত্রী। তা দেখে নেটিজেনরা তো অবাক। কেউ কেউ এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। এই ধরনের জীবনযাত্রার তীব্র বিরোধিতা করেছেন। তবে কারও কারও কাছে বিষয়টি মজার লেগেছে। ভিডিয়ো দেখে অনেকে অশ্লীল মন্তব্যও করেছেন
পাঁচ মহিলার অন্তঃসত্ত্বার জন্য দায়ী যুবকের নাম জেড্ডি উইল। তিনি আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা। ২২ বছরের ওই যুবক মিউজিশিয়ান। তাঁর স্ত্রী অ্যাশের বয়স ২৯ বছর। অ্যাশলে-সহ মোট পাঁচ মহিলা জেড্ডির সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্তঃসত্ত্বা। তাঁদের নিয়ে হয়েছে পার্টি। সেই ভিডিয়ো টিকটকে শেয়ার করেছেন অ্যাশলে। সেই ভিডিয়ো শেয়ার করে অ্যাশলে লিখেছেন, “আমরা সিস্টার ওয়াইফ।”
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জেড্ডির বীর্যে অন্তঃসত্ত্বা হওয়া পাঁচ মহিলার বয়সের ফারাক রয়েছে। যদিও জেড্ডির সূত্রে ভাল বন্ধু হয়ে উঠেছেন তাঁরা। কিন্তু জেড্ডির এই বহুগামিতা দেখে নাক সিঁটকিয়েছেন অনেকেই। সমালোচনার শিকারও হয়েছেন তিনি।