মিচিগান: আর পিঠে ব্যাগ (School bag) bনিয়ে স্কুলে যাওয়া যাবে না। পড়ুয়াদের পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিচিগান (Michigan) শহরের দুটি স্কুলে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। মূলত, সাম্প্রতিক বন্দুকবাজ হামলার (Shooting) থেকে শিক্ষা নিয়ে বন্দুকবাজ হামলা ঠেকাতেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মিচিগানের দুই স্কুল কর্তৃপক্ষ। শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, ইতিমধ্যে সেটি কার্যকর করা হয়েছে। স্কুল দুটির মধ্যে মধ্যে রয়েছে গ্র্যান্ড ব়্যাপিডস পাবলিক স্কুল। এই স্কুলের সুপারিটেন্ডেন্ট লিয়াদ্রিনি রোবি বলেন, “এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। এই সিদ্ধান্তের জন্য পড়ুয়াদের অনেক অসুবিধা হবে। আমি হতাশ যে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু, এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। কেননা, পড়ুয়াদের নিরাপত্তার কথা আমাদের আগে ভাবতে হবে।” দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের শিশুদের সর্বোত্তমভাবে রক্ষা করার এটি একটি ধাপ বলেও উল্লেখ করেছেন তিনি।
জানা গিয়েছে, মিচিগান শহরের গ্র্যান্ড ব়্যাপিডস পাবলিক স্কুল এবং ফ্লিন্ট কমিউনিটি স্কুলে পড়ুয়াদের ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ হয়েছে। গত ১ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুলের নিরাপত্তার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ফ্লিন্ট কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে একের পর এক বন্দুবাজের হামলায় জেরবার মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৫ মাসেই ২০২টি বন্দুকবাজ হামলার ঘটনা ঘটেছে। ইদানিংকালে স্কুলগুলিতেও বন্দুকবাজের হামলার ঘটনা ঘটছে। চলতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে বন্দুকবাজ হামলা ঘটে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার একটি স্কুলে। সেখানে ৬ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে বন্দুক বেরোয় এবং সেই বন্দুকের গুলিতে শিক্ষিকাকে ঝাঁঝরা করে দেয় ওই খুদে পড়ুয়া। এর আগে গত মার্চে নাশভিলিতে একটি কনভেন্ট স্কুলে গোলাগুলিতে ৩ শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছিল।