কানসাস: এমনও ভুল হতে পারে! ডায়পার বদল করার জন্য সন্তানকে কট থেকে বের করেছিল মা। তারপর ড্রাইপার বদল করে আর কটে নয়, একেবারে ওভেনের উপর এক মাসের শিশুটিকে রেখে দিলেন মা। যদিও তিনি ইচ্ছাকৃত একাজ করেননি। ভুলবশতই জ্বলন্ত ওভেনের উপর সন্তানকে রেখে দেন ২৬ বছর বয়সি মা। যার চরম মাশুল গুনতে হল তাঁকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানাস শহরে।
শিশুটিকে জ্বলন্ত ওভেনে রাখার পরেও হুঁশ ফেরেনি মায়ের। তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। কয়েক সেকেন্ড পর ঘর থেকে পোড়া গন্ধ বেরোলে ওভেনের সামনে যেতেই দেখতে পান তাঁর করা মর্মান্তিক কাণ্ডটি। ওভেনের আগুনে ততক্ষণে পুড়ে গিয়েছে শিশুটির ডায়পার। দগ্ধ হয়ে গিয়েছে ছোট্ট শিশুটির শরীরের অর্ধেক অংশ। তারপর শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
সন্তানকে ওভেনে ফেলে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন হতভাগ্য মা মারিয়া থমাস। তিনি জানান, শিশুটিকে কটে রাখার বদলে ভুলবশতই তিনি ওভেনে রেখে দেন। তবে এই ভুল কাজের জন্য রেহাই পাননি মারিয়া থমাস। তাঁকে গ্রেফতার করেছে কানসাস পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে থমাসের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অভিযোগ দায়ের করেছে মহিলা কমিশনও।
তবে কোনও মা কীভাবে সন্তানকে ওভেনে ফেলে দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। থমাসের মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর এক বন্ধু। তিনি আরও জানান, শিশুটি খুব হাসি-খুশি ছিল। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে তার পরিবার থেকে স্থানীয় সকলেই।