US Police: ‘হেল্প হেল্প’ চিৎকার শুনে ছুটেছিলেন, খামারে গিয়ে পুলিশরা দেখলেন মানুষ নয়, ডাকছে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 13, 2023 | 7:15 AM

Viral Video: ভিডিয়োয় দেখা গিয়েছে, ডেভিড স্নিড ও নীল স্টোরে নামক দুই পুলিশ অফিসার একটি ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁরা চিৎকার শুনতে পান।

US Police: হেল্প হেল্প চিৎকার শুনে ছুটেছিলেন, খামারে গিয়ে পুলিশরা দেখলেন মানুষ নয়, ডাকছে...
ছবি সোশ্য়াল মিডিয়া।

Follow Us

ওকলাহোমা: রুটিন মাফিক টহল দিচ্ছিলেন দুই পুলিশ অফিসার। হঠাৎ কানে এসেছিল একটা ক্ষীণ চিৎকার। মনে হয়েছিল, কেউ যেন সাহায্য চেয়ে চিৎকার করছেন। চিৎকার শুনে আর এক মুহূর্তও দেরী করেননি ওই দুই পুলিশ অফিসার। যে দিক থেকে চিৎকার ভেসে আসছে, সেদিকেই ছুটে যান। যত এগোলেন, ততই চিৎকার আরও স্পষ্ট হল। পুলিশ অফিসাররা শুনতে পেলেন, কেউ যেন ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করছেন। কোনও ব্যক্তি আহত হয়েছেন, এমনটাই মনে করেছিলেন পুলিশ অফিসাররা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে যা দেখতে পেলেন, তাতে নিজেদের হাসি চেপে রাখতে পারলেন না আর। দুই পুলিশ অফিসার গিয়ে দেখেন, হেল্প বলে যে চিৎকার শুনেছিলেন, তা আসলে ছাগলের চিৎকার। হাস্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ওকলাহোমায়। পুলিশের ড্যাশক্যামে গোটা ঘটনাটি ধরা পড়েছে। এনিড পুলিশ বিভাগের তরফে মজাদার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

এনিড পুলিশ বিভাগের তরফেই তাদের ফেসবুক পেজে ওই মজাদার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডেভিড স্নিড ও নীল স্টোরে নামক দুই পুলিশ অফিসার একটি ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁরা চিৎকার শুনতে পান। ওই চিৎকার শুনে এক অফিসার বলেন, “আমার মনে হচ্ছে কোনও ব্যক্তি চিৎকার করছেন”। এরপরই তাঁরা দুইজন দূর থেকে ভেসে আসা ওই চিৎকার শুনে ছুটে যান।

কিছু দূর এগোতে তাঁরা স্পষ্ট শুনতে পান কেউ ‘হেল্প’ বলে চিৎকার করছেন। আরও কিছুটা এগোতেই তারা দেখেন, একটি খামার থেকে চিৎকার ভেসে আসছে। তবে কোনও মানুষ নয়, চিৎকার করছে একটি ছাগল। গোটা বিষয়টি বুঝতে পেরে তারা হাসিতে ফেটে পড়েন। খামারের মালিক এসে জানান, ওই ছাগলটি তার দল থেকে বিচ্ছিন্ন  হয়ে যাওয়ার কারণেই রাগে-দুঃখে চিৎকার করছিল।

Next Article