AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: পাকিস্তানের থেকে ভারতকে তেল কেনাতে চান ট্রাম্প? তেল-চুক্তি পেতেই সুর বদল

Donald Trump: ইসলামাবাদ এবং ওয়াশিংটন সেদেশের বিশালাকার তৈল ভান্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করবে। বর্তমানে আমরা এমন একটা সংস্থা খুঁজছি, যারা আমাদের যৌথ উদ্যোগকে ভারসাম্যের সঙ্গে বয়ে নিয়ে চলবে। কে জানে, ওরাই হয়তো একদিন ভারতকে তেল বিক্রি করবে।'

Donald Trump: পাকিস্তানের থেকে ভারতকে তেল কেনাতে চান ট্রাম্প? তেল-চুক্তি পেতেই সুর বদল
ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরিফImage Credit: PTI
| Updated on: Jul 31, 2025 | 5:22 PM
Share

ওয়াশিংটন: ভারতের সঙ্গে যেন ‘দূরত্ব’ তৈরি হয়েছে। প্রথমে পয়লা অগস্টের আগেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাল হোয়াইট হাউস। এবার সেই ‘বোঝাপড়া’ নিয়ে সমস্যার জেরে পাক-মুখী হয়েছেন ট্রাম্প। ভারতের সঙ্গে দর কষাকষির ফাঁকে তাঁর নজর পড়েছে ইসলামাবাদে।

কিন্তু হঠাৎ করেই এত দেশ ছেড়ে পাকিস্তানের সঙ্গেই মাখামাখি শুরু করেছেন ট্রাম্প? নেপথ্যেই সেই বরাবরের এক কারণ, তা হল তেল। বিশ্ব অর্থনীতির প্রায় গোটাটাই এই অর্থেই পুষ্ট। এদিন ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা ইতিমধ্য়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি করে নিয়েছি। ইসলামাবাদ এবং ওয়াশিংটন সেদেশের বিশালাকার তৈল ভান্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করবে। বর্তমানে আমরা এমন একটা সংস্থা খুঁজছি, যারা আমাদের যৌথ উদ্যোগকে ভারসাম্যের সঙ্গে বয়ে নিয়ে চলবে। কে জানে, ওরাই হয়তো একদিন ভারতকে তেল বিক্রি করবে।’

ওয়াকিবহাল মহল বলছে, নিজের করা পোস্টের শেষ লাইনেই ‘খোঁচা’টা দিয়ে দিলেন ট্রাম্প। ভারতের রুশ তেল কেনা নিয়ে বরাবরের ‘আপত্তি’ আমেরিকার। ২৫ শতাংশ শুল্ক জারির পরও সেই রাশিয়ার তেল কেনার কথাই উল্লেখ করেছিলেন তিনি। এবার যেন রুশ তেলের পাল্টা পাকিস্তানকে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প।

ইতিমধ্যে আমেরিকায় থাকা পাকিস্তানের দূতাবাস থেকে ট্রাম্পের করা ‘বাণিজ্য চুক্তির’ কথা নিশ্চিত করেছে ইসলামাবাদের দূত। তাদের দাবি, এই বাণিজ্যিক চুক্তি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও শুল্ক কমাতে সাহায্য করবে।