Donald Trump: ফের ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের, সময়ও বেঁধে দিলেন
Donald Trump: সোমবারও ভারতীয় পণ্যে ট্যারিফ বাড়ানোর কথা বলেছিলেন ট্রাম্প। যুক্তি দিয়েছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল ও যুদ্ধের সরঞ্জাম কিনছে। নিজের সমাজমাধ্য়মে তিনি লেখেন, “ভারত রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র প্রচুর পরিমাণে তেল কিনছে না, এই তেল তারা খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও লাভ করছে। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল, তাতে তাদের কিছুই এসে যায় না। এই কারণে আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়াব।”

ওয়াশিংটন ও নয়াদিল্লি: ভারতের কড়া বার্তার পরও হুঁশিয়ারি দেওয়া থামছে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি হুঁশিয়ারি দিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের উপর ‘উল্লেখযোগ্য’ ট্যারিফ বাড়াবেন। তাঁর বক্তব্য, বিশ্বের মধ্যে ভারতে আমেরিকার পণ্যের উপর ট্যারিফ সবচেয়ে বেশি।
সোমবারও ভারতীয় পণ্যে ট্যারিফ বাড়ানোর কথা বলেছিলেন ট্রাম্প। যুক্তি দিয়েছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল ও যুদ্ধের সরঞ্জাম কিনছে। নিজের সমাজমাধ্য়মে তিনি লেখেন, “ভারত রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র প্রচুর পরিমাণে তেল কিনছে না, এই তেল তারা খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও লাভ করছে। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল, তাতে তাদের কিছুই এসে যায় না। এই কারণে আমেরিকায় ভারতীয় পণ্যে ট্যারিফ বাড়াব।”
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে জবাব দিয়েছে ভারত। গতকাল মোট ৬টি পয়েন্ট উল্লেখ করে জবাব দিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতকে আক্রমণ করা অযৌক্তিক বলে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়।
ভারতের জবাবের পর ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ট্যারিফ বাড়ানোর সময়সীমাও বেঁধে দিলেন। কিছুদিন আগেই আমেরিকায় ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন ট্রাম্প। সেই শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার আমেরিকার বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসি-কে ট্রাম্প বলেন, “আমাদের সঙ্গে ভাল বাণিজ্য করে বলেই ভারত আমেরিকার ভাল বাণিজ্য অংশীদার নয়। কারণ, আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছি। আমি ভাবছি, আগামী ২৪ ঘণ্টায় সেই হার উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারি।” ভারতে আমেরিকার পণ্যে শুল্ক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বলে দাবি করেন ট্রাম্প।

