Donald Trump: ইটের বদলে পাটকেলের নীতিতে চলছেন ট্রাম্প? ভারতের কর নিয়ে মুখভার

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 18, 2024 | 11:14 AM

Donald Trump: চিনের সঙ্গে আমেরিকা বাণিজ্যিক চুক্তিতে হাত মেলাবে কি না, এই প্রশ্নের জবাবেই ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারত ও ব্রাজিল মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক বসায়।

Donald Trump: ইটের বদলে পাটকেলের নীতিতে চলছেন ট্রাম্প? ভারতের কর নিয়ে মুখভার
ডোনাল্ড ট্রাম্প।
Image Credit source: Kevin Dietsch

Follow Us

ওয়াশিংটন: ভারতের উপর করের বোঝা চাপাতে চাইছেন ট্রাম্প। গদিতে বসার আগেই হুঁশিয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত যদি মার্কিন পণ্যে কর নেয়, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যে কর বসাবে।

সোমবারই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। চিনের সঙ্গে আমেরিকা বাণিজ্যিক চুক্তিতে হাত মেলাবে কি না, এই প্রশ্নের জবাবেই ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারত ও ব্রাজিল মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক বসায়। ট্রাম্প বলেন, “যদি ওরা আমাদের উপরে কর চাপায়, তবে আমরাও সম পরিমাণ কর বসাব। ওরা কর নেবে, আমরাও কর নেব। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ওরা কর নিচ্ছে, আমরা তা করছি না।”

ট্রাম্পের যুক্তি, “যদি ভারত আমাদের থেকে ১০০ শতাংশ চার্জ নেয়, তবে আমরা কি কিছু নেব না? ভারত অনেক চার্জ নেয়। ব্রাজিলও অনেক চার্জ নেয়। যদি ওরা চার্জ নিতে চায়, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আমরাও একই জিনিসের জন্য ওদের থেকে চার্জ নেব।”

প্রসঙ্গত, ভারত-আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও, বাণিজ্যিক কর নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। আর ট্রাম্প ক্ষমতায় বসার আগে থেকেই বিভিন্ন দেশকে হুঁশিয়ারি দিচ্ছেন। সম্প্রতিই কানাডা ও মেক্সিকোকেও হুমকি দিয়েছেন যে মাদক পাচার নিয়ে দুই দেশ যদি কোনও পদক্ষেপ না করে, তবে সমস্ত আমদানি পণ্যের উপরে ২৫ শতাংশ কর বসাবেন।

Next Article