US-India: ইউক্রেনের যুদ্ধকে ‘মোদীর যুদ্ধ’ বললেন ট্রাম্পের সচিব! দিলেন অদ্ভুত সব যুক্তি
Russia-Ukraine War: মস্কোর থেকে তেল কেনায় আমেরিকার কেন এত আপত্তি, তার ব্যাখ্য়া দিয়ে বলেন, "রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কেনায়, রাশিয়া সেই টাকা যুদ্ধে খরচ করছে আরও ইউক্রেনিয়ানদের মারতে। আমেরিকার সবার ক্ষতি হচ্ছে ভারতের জন্য।"

ওয়াশিংটন: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে শুল্ক দ্বিগুণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই যুক্তিতে তাজ্জব হয়েছেন ডেমোক্রাট থেকে শুরু বড় বড় অর্থনীতিবিদরা। সেখানেই এবার আরও এক কাঠি উপরে উঠে আরও বিস্ফোরক দাবি করলেন ট্রাম্পের সচিব। হোয়াইট হাউসের পরামর্শদাতা পিটার ন্য়াভারো ইউক্রেন যুদ্ধকে ‘মোদীর যুদ্ধ’ বলে বসলেন। ন্যাভারোর দাবি, রাশিয়ার থেকে ভারতের তেল কেনাই মস্কোর আগ্রাসনে ইন্ধন জুগিয়েছে এবং আমেরিকার করদাতাদের উপরে বোঝা বাড়িয়েছে। ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে, শুল্কে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পিটার ন্যাভারো বলেন, “ইউক্রেনে শান্তির পথ নয়া দিল্লি হয়েই যায়”। ভারতের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা হয়েছে কি না এবং শুল্ক কমানোর কোনও সম্ভাবনা রয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে ন্য়াভারো বলেন, “খুব সহজ। ভারত আগামিকালই ২৫ শতাংশ শুল্ক ছাড় পেতে পারে যদি তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং যুদ্ধমেশিনকে খাবার জোগানো বন্ধ করে। আমি বিভ্রান্ত, কারণ মোদী একজন অসাধারণ নেতা। পরিণত গণতন্ত্র, যা পরিণত মানুষ দ্বারা পরিচালিত। বৃহত্তম গণতন্ত্রের কাছ থেকে এটা আশা করে যায় কি?”
আমেরিকার বসানো শুল্ক নিয়ে ভারতের যে অবস্থান, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন ন্যাভারো। বলেন, “ভারতীয়রা এই নিয়ে এত উদ্ধত। ওরা বলে, আমরা এত চড়া শুল্ক নিই না। এটা আমাদের সার্বভৌমত্ব। আমরা যেখান থেকে ইচ্ছা, সেখান থেকে তেল কিনব।”
মস্কোর থেকে তেল কেনায় আমেরিকার কেন এত আপত্তি, তার ব্যাখ্য়া দিয়ে বলেন, “রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কেনায়, রাশিয়া সেই টাকা যুদ্ধে খরচ করছে আরও ইউক্রেনিয়ানদের মারতে। আমেরিকার সবার ক্ষতি হচ্ছে ভারতের জন্য। ব্যবসা থেকে গ্রাহক-সবার ক্ষতি হচ্ছে। ভারত বেশি শুল্ক নেয়, তার জন্য চাকরি, ফ্যাক্টরি, আয় কমছে। মার্কিন করদাতাদের টাকা খরচ হচ্ছে মোদীর জন্য।”
প্রসঙ্গত, গত সপ্তাহেও ন্যাভারো বলেছিলেন যে রাশিয়ার থেকে কম দামে তেল কিনে, ভারত তা পরিশোধন করে তা অন্য দেশে বিক্রি করে মোটা টাকা লাভ করছে।
প্রধানমন্ত্রী মোদীর চিন সফর নিয়েও কটাক্ষ করেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা। বলেন, “যে চিন ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখায়, আজ তারা বন্ধু কীভাবে হল? চিন কখনই ভারতের বন্ধু হতে পারে না, রাশিয়াও পারে না।”

