US President Joe Biden: উঠল মানবাধিকারের ইস্যু, প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ ধন্যবাদ বাইডেনের, কেন জানেন?
G-20 Summit: ভারত আমেরিকার থেকে যে ৩১টি বিশেষ ড্রোন কিনছে এবং যৌথ উদ্যোগে জেট ইঞ্জিন তৈরির চুক্তি স্বাক্ষর করেছে, তাকে স্বাগত জানান বাইডেন। প্রতিরক্ষা ক্ষেত্রে এই অংশীদারিত্ব কীভাবে আরও দৃঢ় ও মজবুত করা যায়, তা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপ্রধানরা।
নয়া দিল্লি: জি-২০ সম্মেলন শেষ হওয়ার আগেই ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তবে জি-২০ সম্মেলন নিয়ে খুশি তিনি। সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। কী আলোচনা হয়েছে সেই বৈঠকে, তা রবিবার নিজেই জানালেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জি-২০ সম্মেলনের (G-20 Summit) সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ ও নয়া দিল্লিতে তার বিশাল আয়োজনের জন্যও প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। একইসঙ্গে মানবাধিকারের গুরুত্বের ইস্যুটিও তুলে ধরেন তিনি।
জি-২০ সম্মেলন শুরুর আগে, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত আমেরিকার থেকে যে ৩১টি বিশেষ ড্রোন কিনছে এবং যৌথ উদ্যোগে জেট ইঞ্জিন তৈরির চুক্তি স্বাক্ষর করেছে, তাকে স্বাগত জানান বাইডেন। প্রতিরক্ষা ক্ষেত্রে এই অংশীদারিত্ব কীভাবে আরও দৃঢ় ও মজবুত করা যায়, তা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপ্রধানরা।
ভারত থেকে ভিয়েতনামে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই জি-২০ সম্মেলনের সভাপতিত্ব ও আতিথেয়তার জন্য। গত জুন মাসে প্রধানমন্ত্রী মোদী যখন হোয়াইট হাউসে এসেছিলেন, তখন আমরা ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে আলোচনা করি। কীভাবে সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা যায়, তা নিয়েই এবার আলোচনা করেছি আমরা।”
তিনি আরও বলেন, “প্রতিবারের মতো এবারও আমি মানবাধিকারের গুরুত্ব এবং সভ্য সমাজে তা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মুক্ত সাংবাদিকতা নিয়ে কথা বলেছি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।”
বাইডেন জানান, ইউক্রেনে বেআইনি যুদ্ধ নিয়েও জি-২০ সামিটে আলোচনা হয়েছে। শান্তি ফেরাতে পর্যাপ্ত সংখ্যক চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও তিনি জানান।