Joe Biden: নির্বাচনের আগেই ছক্কা বাইডেনের, বড় ঘোষণা করলেন গাঁজা রাখার নিয়ম নিয়ে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 07, 2022 | 9:25 AM

US Law: গাঁজা রাখার নিয়ম শিথিল করার প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "আমি সমস্ত গভর্নরদের অনুরোধ করছি এই নির্দেশ যেন মেনে চলা হয়। শুধুমাত্র গাঁজা রাখার জন্য যেন কেউ জেলে না থাকেন। তা সে স্থানীয় জেলই হোক বা স্টেট বা ফেডেরাল জেল।"

Joe Biden: নির্বাচনের আগেই ছক্কা বাইডেনের, বড় ঘোষণা করলেন গাঁজা রাখার নিয়ম নিয়ে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Follow Us

ওয়াশিংটন: গাঁজা নিয়ে বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি ঘোষণা করলেন বাড়িতে গাঁজা রাখা কোনও অপরাধ নয়। মার্কিন ফেডেরাল আইনে যে কয়েক হাজার বাসিন্দাদের গাঁজা রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল, তাদের মাফ করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, সমর্থকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই-ই পূরণ করেছেন। নির্বাচনের ঠিক আগেই প্রেসিডেন্টের এই পদক্ষেপ ভোটে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমি ঘোষণা করছি যে মারিজুয়ানা বা গাঁজা রাখার জন্য যাদের ফেডেরাল আইনে অভিযুক্ত করা হয়েছে, তাদের সকলকে ক্ষমা করা হল”। মারিজুয়ানা বা গাঁজাকে সম্পূর্ণরূপে বৈধ বলে ঘোষণা না করলেও, এই সিদ্ধান্তে আইনি কড়াকড়ি কিছুটা শিথিল করা হল বলেই মনে করা হচ্ছে। তবে গাঁজা বিক্রি, বয়সের সীমা- এই নিয়মগুলি থাকা প্রয়োজন, এ কথাও উল্লেখ করেন বাইডেন। গাঁজাকে কম ক্ষতিকর উপাদান হিসাবে গণ্য করা হবে কি না, তাও ভেবে দেখার নির্দেশ দিয়েছেন আইন ও স্বাস্থ্য বিভাগকে।
উল্লেখ্য়, ২০১৯ সালের তথ্য অনুযায়ী, মার্কিন জনগণের মধ্যে কমপক্ষে ১৮ শতাংশের বাড়িতেই গাঁজা থাকে। অধিকাংশ মানুষই চিকিৎসার কারণে গাঁজা ব্য়বহার করেন। এদিকে, বাড়িতে বা নিজের কাছে গাঁজা রাখার অপরাধে ৬৫০০-রও বেশি মানুষকে গ্রেফতার বা আইনি ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের এই নয়া নির্দেশে হাজার হাজার মানুষ সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।
গাঁজা রাখার নিয়ম শিথিল করার প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমি সমস্ত গভর্নরদের অনুরোধ করছি এই নির্দেশ যেন মেনে চলা হয়। শুধুমাত্র গাঁজা রাখার জন্য যেন কেউ জেলে না থাকেন। তা সে স্থানীয় জেলই হোক বা স্টেট বা ফেডেরাল জেল।”

জানা গিয়েছে, বাইডেন যে এই ঘোষণা করতে চলেছেন, সে সম্পর্কে আগে থেকে কোনও তথ্যই ছিল না হোয়াইট হাউসের কাছে।মিড-টার্ম নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে রাজনৈতিক ও আইনি প্রভাব পড়তে চলেছে। আগামী ৮ নভেম্বরই মিড-টার্ম নির্বাচন রয়েছে। ডেমোক্রাটরা যেখানে নিজেদের দলকে নিয়ন্ত্রণ করতেই হিমশিম খাচ্ছে, সেখানেই বাইডেন জনতার একটি বড় দাবি পূরণ করে দিয়েছেন। গাঁজা নিয়ে কঠোর আইনে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে বহু সংখ্যালঘু জনগোষ্ঠীকে, এমনটাই অভিযোগ। সেখানে দাঁড়িয়েই শুধুমাত্র গাঁজা রাখার অপরাধে হাজতবাস থেকে মুক্তি দেওয়ায়, বাইডেনের জনপ্রিয়তা বাড়বে বই কমবে না।

Next Article