India-Pakistan: ভারত-পাকিস্তানের দিকে প্রতিদিন নজর রাখছে আমেরিকা! কেন?
US on India-Pakistan: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেঁধেছিল, তা থামানোর কৃতিত্ব নেওয়ার চেষ্টা বহুবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন: ভারত-পাকিস্তানের পরিস্থিতির উপরে প্রতিদিন নজর রাখছে আমেরিকা। মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নিজেই এ কথা বললেন। কিন্তু কেন এত নজর আমেরিকার?
মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন যে চুক্তি যেকোনও সময়ে ভঙ্গ হতে পারে। চুক্তি রক্ষা করাই চ্যালেঞ্জ। তিনি বলেন, “সংঘর্ষবিরতি সহজেই ভেঙে যেতে পারে। বিশেষ করে যেখানে সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে (ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ), তবে এ কথা হয়তো কেউ অস্বীকার করবে না যে আমরা কেউ স্থায়ী সংঘর্ষবিরতি চাই না, আমাদের লক্ষ্য শান্তি চুক্তি, যাতে ভবিষ্যতেও কখনও যুদ্ধ না হয়।”
মার্কো রুবিও আরও বলেন, “সঘর্ষবিরতির অন্যতম জটিলতা হল তা রক্ষা করা। প্রতিদিন আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। ভারত-পাকিস্তানের মধ্যে কী হচ্ছে, তার উপরে নজর রাখা হচ্ছে।”
পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেঁধেছিল, তা থামানোর কৃতিত্ব নেওয়ার চেষ্টা বহুবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় পরমাণু সংঘর্ষ লেগে যাচ্ছিল, ট্রাম্পের মধ্যস্থতাতেই এই সংঘাত থেমেছে। এর জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিও জানিয়েছেন। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতি হয়েছে।
অন্যদিকে, ফক্স বিজনেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কো রুবিও ফের দাবি করেছেন যে ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

