US Strike on Houthi: ক্ষেপণাস্ত্রের বর্ষণ, ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা-ব্রিটেন, পাশে দাঁড়াল ৬ বন্ধু

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 04, 2024 | 9:49 AM

US Airstrike: হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি লোহিত সাগরে বেড়ে চলা হুথি গোষ্ঠীর হামলার পাল্টা জবাবে ইয়েমেনে এয়ারস্ট্রাইক চালিয়েছে মার্কিন সেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে হুথিদের ৩৬টি গোপন ঘাঁটি। আমেরিকার সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে ব্রিটেন। অভিযানে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড।

US Strike on Houthi: ক্ষেপণাস্ত্রের বর্ষণ, ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা-ব্রিটেন, পাশে দাঁড়াল ৬ বন্ধু
হুথিদের উপর আমেরিকা-ব্রিটেন।
Image Credit source: Twitter

Follow Us

ওয়াশিংটন: লোহিত সাগরে আতঙ্ক হয়ে উঠেছে হুথিরা (Houthi)। কোনও জাহাজ গেলেই তার উপরে  হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। হামলার মুখে পড়েছে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশের বাণিজ্যতরী। এবার হুথিদের উপর পাল্টা হামলা চালাল আমেরিকা। শনিবার রাতে ইয়েমেনে হুথিদের ডেরায় আকাশপথে আক্রমণ করল মার্কিন বাহিনী (USA)। পাশে পেল ব্রিটেন সহ ৬টি বন্ধু দেশকেও। হুথিদের কমপক্ষে ৩৬টি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।

শনিবার হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি লোহিত সাগরে বেড়ে চলা হুথি গোষ্ঠীর হামলার পাল্টা জবাবে ইয়েমেনে এয়ারস্ট্রাইক চালিয়েছে মার্কিন সেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে হুথিদের ৩৬টি গোপন ঘাঁটি। এই অভিযানের মাধ্যমে হুথিদের স্পষ্ট বার্তা দেওয়া হল যে আন্তর্জাতিক জাহাজ ও নৌসেনার উপরে বেআইনি হামলা চালালে তার পাল্টা জবাব দেওয়া হবে।

আমেরিকার সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে ব্রিটেন। অভিযানে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, হুথিদের সঙ্গে যোগ রয়েছে, এমন ১৩টি জায়গায় হামলা চালানো হয়েছে। এগুলিতে মূলত অস্ত্রশস্ত্র, মিসাইল সিস্টেম, লঞ্চার লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলিই ধ্বংস করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতিই লোহিত সাগরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে হুথিরা। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী একের পর এক বাণিজ্যিক জাহাজ, যা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যপথ দিয়ে যাচ্ছে, তাদের উপরে হামলা চালাচ্ছে। গত নভেম্বর মাস থেকে এখনও অবধি ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ ও নৌসেনার জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। গত ২৭ জানুয়ারি তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া মার্লিন লুয়ান্ডার উপরে শেষ হামলা চালায় হুথিরা। ভারতীয় নৌসেনা গিয়ে উদ্ধার করে ওই জাহাজের যাত্রীদের।

Next Article