AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Black Hawk Crash: মাঝ আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল মার্কিন ব্ল্যাক হক কপ্টার; হত ৯ সেনা সদস্য

Black Hawk Crash in Kentucky: আমেরিকার কেন্টাকিতে ভেঙে পড়ল মার্কিন সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

Black Hawk Crash: মাঝ আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল মার্কিন ব্ল্যাক হক কপ্টার; হত ৯ সেনা সদস্য
ব্ল্যাক হক হেলিকপ্টার (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 9:02 PM
Share

ওয়াশিংটন: আমেরিকার কেন্টাকিতে মুখোমুখি সংঘর্ষ মার্কিন সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। নিহত নয়জন মার্কিন সেনা। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে, ফোর্ট ক্যাম্পবেলের পাবলিক অ্যাফেয়ার্স অফিসকে উদ্ধৃত করে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ মার্চ), কেন্টাকির ট্রিগ কাউন্টির উপর দিয়ে ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা ওই দুটি এইচএইচ-২০ ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে উড়ে যাচ্ছিলেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণ চলছিল। এরই মধ্যে আচমকা দুর্ঘটনা ঘটে। দুটি কপ্টারই ভেঙে পড়ে।

মার্কিন সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন সেনার এক মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নিহত সেনা সদস্য এবং তাদের পরিবারের যত্ন নেওয়াই মার্কিন সেনার অগ্রাধিকার। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও মার্কিন সেনা জানাতে পারেনি।