ইসলামাবাদ: রুটির জন্য হাহাকার! পাকিস্তানে ক্রমশ আরও গভীর হচ্ছে খাদ্য সঙ্কট। আর তার মধ্যে, একটু আটা সংগ্রহের জন্য জীবনের ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন সেই দেশের নাগরিকরা। এর আগেই এক ব্যাগ আটার জন্য পাক নাগরিকদের হাতাহাতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, আটা ও অন্যান্য শস্য বহনকারী ট্রাকগুলিতেও শুরু হয়েছে লুঠপাট। সম্প্রতি, পাকিস্তান থেকে আরও এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি আটা বহনকারী ট্রাকের পিছনে মোটরসাইকল নিয়ে ধাওয়া করতে দেখা যাচ্ছে আম পাকিস্তানিদের। কাশ্মীরের রাজনৈতিক নেতা, ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জেকেজিবিএল-এর চেয়ারম্যান তথা অধ্যাপক সজ্জদ রাজা এই ভিডিয়োটি টুইটারে ভাগ করে নিয়েছেন। ব্যঙ্গ করে তিনি লিখেছেন, “এটা কোনও বাইক মিছিল নয়, এক প্যাকেট আটা কেনার আশায় পাকিস্তানের মানুষ একটি আটার ট্রাকের পিছনে ধাওয়া করছেন।”
এই ভিডিয়ো পোস্ট করে তিনি কাশ্মীরের মানুষকে পাকিস্তান সম্পর্কে সতর্ক করেছেন। তাঁদের ‘চোখ খোলার’ আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “পাকিস্তানে যা ঘটে চলেছে, এই ভিডিয়োতে তার একটা ঝলক মাত্র দেখা যাচ্ছে। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের এবার চোখ খোলা উচিত। ভাগ্য ভাল আমরা পাকিস্তানি নই এবং এখনও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। পাকিস্তানে কি আমাদের কোনও ভবিষ্যৎ আছে?” তাঁর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তিকে মোটরবাইকে করে একটি ট্রাককে ধাওয়া করতে দেখা যাচ্ছে। ওই ট্রাকে বস্তা ভর্তি আটা ছিল। তবে লুঠ করতে নয়, দাম দিয়েই ওই আটা কেনার চেষ্টা করেন তাঁরা। এক ব্যক্তি ট্রাকটির খুব কাছে চলে আসেন। পাকিস্তানি টাকার নোট হাতে নিয়ে তিনি এক বস্তা আটা কিনতে চান। তবে ট্রাকটি দাঁড়ায়নি।
This isn’t a motorcycle rally, ppl in #Pakistan are desperately chasing a truck carrying wheat flour, hoping to buy just 1 bag. Ppl of #JammuAndKashmir should open their eyes. Lucky not to be #Pakistani & still free to take decision about our future. Do we have any future with??? pic.twitter.com/xOywDwKoiP
— Prof. Sajjad Raja (@NEP_JKGBL) January 14, 2023
এটা অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পাকিস্তানে খাদ্য সঙ্কটের জেরে প্রায় দাঙ্গা বাধার অবস্থা হয়েছে। আটা ও অন্যান্য খাদ্যশস্যের অভাবের জন্য মানুষ পাক সরকারকেই দায়ী করছে। সরকারের পক্ষ থেকে যে ভর্তুকিকৃত দামে আটা দেওয়া হত, তা ফুরিয়েছে। নতুন করে ভর্তুকি দেওয়ার মতো অর্থও নেই পাক সরকারের হাতে। গত সপ্তাহেই পাকিস্তানে এক বস্তা আটার দাম ৩০০০ টাকায় পৌঁছে গিয়েছে। করাচি, পেশাওয়ার-সহ পাকিস্তানের অধিকাংশ জায়গাতেই আটা বিকোচ্ছে ১৪০ থেকে ১৬০টাকা কেজি দরে। সবথেকে খারাপ অবস্থা খাইবার পাখতুনখোয়া প্রদেশের। ২০ কেজি আটার বস্তা বিক্রি হচ্ছে ৩২০০ টাকায়।
পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই খাদ্য সঙ্কট এবং মূল্যবৃদ্ধির জেরে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষরা। এই অবস্থায় আটা ও অন্যান্য খাদ্যশস্য সংগ্রহের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ। দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না খাদ্য। এই অবস্থায় গম ও আটা বহনকারী ট্রাকগুলি লুঠ করার চেষ্টা চলছে। এই বিশৃঙ্খল জনতার হাত থেকে খাদ্যশস্য রক্ষার জন্য, বর্তমানে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের প্রহরায় খাদ্য বহনকারী ট্রাকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে।