Video: ক্যামেরায় ধরা পড়ল ‘ভূতে’র হামাগুড়ি? অবিশ্বাসীদেরও লোম হয়ে যাবে খাড়া

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 22, 2022 | 9:43 AM

British woman claims to spots ghost: ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের এক দম্পতি ভূতের ছবি তোলার দাবি করলেন। ভিডিয়োটি দেখে ভূতে অবিশ্বাসীদেরও লোম খাড়া হয়ে যাচ্ছে।

Video: ক্যামেরায় ধরা পড়ল ভূতের হামাগুড়ি? অবিশ্বাসীদেরও লোম হয়ে যাবে খাড়া
'ভূত'কে হামাগুড়ি দিতে দেখেছেন বলেই দাবি হ্যানা এবং ডেভ রোয়েটের

Follow Us

লন্ডন: ক্যামেরায় ধরা পড়ল ‘ভূতের’ হামাগুড়ি! এমনই দাবি করেছেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের বাসিন্দা হ্যানা এবং ডেভ রোয়েট। চলতি মাসের শুরুতে, ভোর সাড়ে ছটা নাগাদ ক্লম্বার পার্কে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এই ব্রিটিশ দম্পতি। পার্কের মধ্য দিয়ে হাঁটার সময় হ্যানা অনুভব করেছিলেন ‘তাঁরা একা নন’। আরও কেউ রয়েছে তাঁদের সঙ্গে। এরপরই তিনি তাঁর ফোনের ক্যামেরা অন করেছিলেন। তাতেই ধরা পড়েছে এক ভয়ঙ্কর দৃশ্য। ডেভ আগে ভূতে বিশ্বাস করতেন না। কিন্তু, এই ঘটনা তাঁকেও ভূতের অস্তিত্বে বিশ্বাসী করে তুলেছে বলে জানিয়েছেন তিনি।

কী ধরা পড়েছিল হ্যআনার ফোন-ক্যামেরায়? হ্যানার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি সাদা অবয়ব তাঁর ঠিক সামনে হামাগুড়ি দিয়ে রাস্তা পার করছে। টর্চে আলো ওই অবয়বকে অনুসরণ করলেও, মুহূর্তে তা মিলিয়ে যায়। হ্যানার দাবি, ওই অবয়ব আসলে ভূত। তিনি বলেছেন, “অবয়বটি যেভাবে তার লম্বা হাত-পায়ের সাহায্যে হামাগুড়ি দিচ্ছিল, তাতে আমি নিশ্চিত ওটা ভূত ছিল। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় ওটা কোনও ধোঁয়া। কিন্তু তার আকারের কোনও পরিবর্তন ঘটেনি। ধোঁয়া হলে অবশ্যই তার আকার পরিবর্তন হত। একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করেই আমি ক্যামেরা বের করেছিলাম। কারণ সবসময় খালি চোখে সবকিছু ধরা পড়ে না। আমার কাছে এই দৃশ্যের কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই।”


তাঁর স্বামী ডেভ জানিয়েছেন, তিনি ভূত-প্রেতে বিশ্বাস না করলেও, ওই দৃশ্য দেখে তাঁর চুল খাড়া হয়ে গিয়েছিল। হ্যানার তোলা ভিডিয়ো তাঁর চিন্তা-ভাবনা বদলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ডেভ বলেছেন, “ভূত-প্রেত নিয়ে বরাবর আমার অবিশ্বাস ছিল। কিন্তু এই ভিডিয়োটি দেখে আক্ষরিক অর্থে আমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি লোম খাড়া হয়ে গিয়েছিল।”

প্রসঙ্গত, ইংল্যান্ডের ন্যাশনাল ট্রাস্টের আওতায় থাকা পার্কগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় পার্ক হল এই ক্লম্বার পার্ক। এই পার্কটি ভুতুড়ে বলেই পরিচিত। অনেকেই দাবি করেন, এই পার্কে এক মহিলার আত্মা ঘুরে বেরায়। ‘গ্রে লেডি’ নামে পরিচিত ওই মহিলাকে অনেকেই দেখেছেন। তাঁদের দাবি, মহিলা একটি লম্বা ধূসর রঙের পোশাক পরে থাকেন। হ্যানা জানিয়েছেন, তাঁর ক্যআমেরায় যে অবয়বটি ধরা পড়েছে, প্রথমে তিনি ভেবেছিলেন, সেটি একটি কুকুরের অবয়ব। পরে অবশ্য বারবার ভিডিয়োটি দেখতে দেখতে তাঁর মনে হয়েছে, অবয়বটির আকার মানুষের মতো। সত্যিই কি, হ্যানার ক্যামেরায় ধরা পড়ল ভূতের হামাগুড়ি? কী মনে হয় আপনার?