ওয়াশিংটন: এক বছরেরও বেশি সময় পর মুখোমুখি বৈঠক হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বিশ্বের সেরা দুই অর্থনীতির দেশের রাষ্ট্রনেতাদের সাক্ষাতে বিবদমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তো হয়েইছে। সেই সঙ্গে ছিল দুই নেতার একত্রে ছবি তোলার আয়োজন। দুই রাষ্ট্রনেতার বৈঠকের বেশ কিছু মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সরকারি বৈঠকের বাইরে, অন্যান্য কর্মসূচির মধ্যেও দুই নেতার মধ্যে চাপা প্রতিযোগিতা ধরা পড়েছে। যেমন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, চিনা প্রেসিডেন্টের সামনে তাঁর ক্যাডিলাক গাড়ি নিয়ে গর্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট। চিনা প্রেসিডেন্টকে বলছেন, ‘আমারটা আপনার থেকে বড়’।
নিজের গাড়ি নিয়েই ক্যালিফোর্নিয়ার উডসাইডে অবস্থিত প্রাসাদে মার্কিন-চিন শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছিলেন চিনা রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বৈঠকের পর প্রাসাদের বাইরে বেরিয়ে জিনপিংয়ের গাড়িটির প্রশংসা করছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “গাড়িটাতো খুব সুন্দর!” চিনা ভাষায় জিনপিং উত্তর দেন, “এটি আমার রেড ফ্লাগ গাড়ি।” এরপর দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট তাঁর নিদের ব্যবহৃত গাড়িটি সম্পর্কে চিনা প্রেসিডেন্টকে অনেক কথা বলছেন। জিনপিং ইংরেজি বোঝেন না। বাইডেনের কথাগুলি অনুবাদক তাঁকে চিনা ভাষায় অনুবাদ করে শোনান।
এরপর, জিনপিংয়ের গাড়ির সামনে ছবি তোলার জন্য পোজও দেন দুই রাষ্ট্রনেতা। সেই সময় বাইডেনকে বলতে শোনা যায়, “আপনি জানেন, এই গাড়িটার নাম কী? একে বলা হয় ‘দ্য বিস্ট’।” চিনা অনুবাদক এই কথাটি চিনা ভাষায় অনুনবাদ করার সঙ্গে সঙ্গে হেসে ফেলেন জিনপিং, বাইডেনের সঙ্গে করমর্দন করেন। তারপর নিজের গাড়িতে উঠে যান।
President Xi: “This is my Red Flag car.”
President Biden: “My car is called the Beast!” pic.twitter.com/QinILo18V5— ShanghaiPanda (@thinking_panda) November 16, 2023
তার আগে, উডসাইড প্রাসাদে দুই রাষ্ট্রনেতা মার্কিন-চিন সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দুই দেশের মধ্যে পার্থক্য রয়েছে বলে মেনে নিয়ে, কাজ করার মতো সম্পর্ক বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন জো বাইডেন এবং শি জিনপিং। দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই সবথেকে বড় বাধা বলে উদ্বেগ প্রকাশ করেছেন জিনপিং। তবে খুব শিগগিরই এই দ্বীপরাষ্ট্রে হামলা চালানোর নির্দেশ দেবেন না বলে মার্কিন পক্ষকে আশ্বস্ত করেছেন তিনি।
ইরানের সঙ্গে চিনের সম্পর্ক ভাল। ইরান-মার্কিন সম্পর্কের উত্তেজনা, তেহরানের দিক থেকে যাতে আর না বাড়ে, তার জন্য জিনপিংকে ইরান সরকারকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি ওষুধ পাচার রুখতে চিনা সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। চিনা কমিউনিস্ট পার্টিকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জিনপিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।