Video: মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, উড়ে গেল মালপত্র, মাথা থেকে টুপি
Russian plane door opens mid flight: আচমকা মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা। মুহূর্তে আলগা হয়ে গেল কেবিনের ভিতরের বাতাসের চাপ। তারপর কী ঘটল, দেখুন ভিডিয়ো।
মস্কো: আচমকা মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা। মুহূর্তে আলগা হয়ে গেল কেবিনের ভিতরের বাতাসের চাপ। আর উড়তে শুরু করল যাত্রীদের মালপত্র, মাথা থেকে খুলে উড়ে গেল টুপি। বাইরে কনকনে ঠান্ডা। আতঙ্কে আত্মারাম খাঁচা ছাড়া যাত্রীদের। ভয়ঙ্কর বিমান যাত্রার সাক্ষী হলেন রাশিয়ার একটি এএন-২৬ বিমানের যাত্রীরা। টেক-অফের কিছু সময় পরই এই শিউরে ওঠা ঘটনা ঘটে। তবে, শেষ পর্যন্ত কারোর মৃত্যু হয়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে, মাঝ আকাশে বিমানের দরজা হারানোর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা।
মোবাইল ক্যামেরায় এই চাঞ্চল্যকর মুহূর্তের ভিডিয়ো ধরা পড়েছে। সেই ভিডিয়ো এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যায়, বিমানটির পিছনের দিকের দরজাটি ভেঙে গিয়েছে। বাইরে প্রবল বেগে বাতাস বইছে। উল্লেখ্য, পিছনের দরজাটি সাধারণত বিমানে মালপত্র তোলার কাজেই ব্যবহার করা হয়। মালপত্র তোলার পরই বিমানের পিছনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তার সামনে একটি পর্দা থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে প্রবল বেগে বওয়া হাওয়ায় পর্দাটি উড়তে দেখা গিয়েছে।
✈️ Nothing unusual: in Russia, the door of the plane opened right during the flight at an altitude of several kilometers
An-26, flying from Magan to Magadan, suddenly depressurized – judging by the video, which was filmed by one of the passengers, the back door was half opened. pic.twitter.com/GdBFdHdRML
— Oriannalyla ?? (@Lyla_lilas) January 9, 2023
Terrifying moment #plane door OPENS during #Russian flight, sending passengers’ hats flying into void pic.twitter.com/Abb2Od7E9X
— Videos_gen (@Videos_gen) January 9, 2023
ঘটনাটি ঘটেছে একটি অ্যারো আন্তোনভ এয়ারক্র্যাফ্টে। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুট্স্ক এলাকার মগন থেকে বিমানটি উড়েছিল। এলাকাটি সাইবেরিয়া অঞ্চলে হওয়ায়, বিমানের বাইরের তাপমাত্রা ছিল অন্তত মাইনাস ৪১ ডিগ্রি। যাওয়ার কথা ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। কিন্তু, ওড়ার একটু পরেই এই দুর্ঘটনা ঘটে। এরপরই, পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পরে উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “সৌভাগ্যবশত, বিমানে থাকা ২৫ জন যাত্রীই নিরাপদে আছেন। ক্রু সদস্যদেরও কারোর কিছু হয়নি। তবে যাত্রীদের অনেকের মাথা থেকে টুপি খুলে উড়ে গিয়েছে। অনেকের কেবিনে থাকা মালপত্র খোয়া গিয়েছে।” কেন এরকম ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।