Iron Dome: কাতারে কাতারে মিসাইল উড়ে আসছে, কিন্তু মাঝ আকাশেই সব গায়েব! দেখুন কীভাবে ইজরায়েলকে রক্ষা করছে আয়রন ডোম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2023 | 9:56 AM

Israel-Hamas War: ইতিমধ্য়েই সোশ্য়াল মাধ্য়মগুলিতে প্রকাশিত হয়েছে আয়রন ডোমের চিত্র। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশ জুড়ে উড়ে আসছে কাতারে কাতারে মিসাইল। কিন্তু মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে মিসাইলগুলি।  

Iron Dome: কাতারে কাতারে মিসাইল উড়ে আসছে, কিন্তু মাঝ আকাশেই সব গায়েব! দেখুন কীভাবে ইজরায়েলকে রক্ষা করছে আয়রন ডোম
আয়রন ডোম।
Image Credit source: Twitter

Follow Us

জেরুজালেম: হঠাৎ হামলা হামাসের (Hamas)। শনিবারের সকাল থেকে ইজরায়েলের (Israel) উপরে আছড়ে পড়তে থাকে একের পর এক মিসাইল। হামাসের দাবি, ২০ মিনিটের মধ্যে ৫ হাজার রকেট ছোড়া হয়েছিল ইজরায়েলকে লক্ষ্য করে। তবে প্রত্যাঘাত আনতে সময় নষ্ট করেনি ইজরায়েলও। পাল্টা হামলা শুরু করে তারাও। হামাসের তরফে যে ৫ হাজার মিসাইল ছোড়া হয়েছিল, তা থেকেও রক্ষা করে ইজরায়েলের বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম (Iron Dome)।

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলে মনে করা হয়। তবে গোয়েন্দা সংস্থা তো সন্ত্রাসবাদী হামলা রুখতে পারে না। সেই ক্ষেত্রেই কাজে লাগে প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম হল ইজরায়েলের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইজরায়েলের চারিদিকে বসানো রয়েছে বিশেষ স্তম্ভ, যা আকাশপথে আগত যেকোনও রকেট, মিসাইল, ড্রোন সম্পর্কে আগাম তথ্য জানিয়ে দেয়। এবারের যুদ্ধেও ইজরায়েলকে রক্ষা করছে এই আয়রন ডোমই। গাজা থেকে ছোড়া যাবতীয় মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরফলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হচ্ছে।

ইতিমধ্য়েই সোশ্যাল মাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে আয়রন ডোমের চিত্র। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশ জুড়ে উড়ে আসছে কাতারে কাতারে মিসাইল। কিন্তু মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে মিসাইলগুলি।

কীভাবে কাজ করে আয়রন ডোম?

ইজরায়েলের চারিদিক ঘিরে রয়েছে আয়রন ডোম। যখনই কোনও শত্রু ইজরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন তা আগেভাগেই আয়রন ডোমের র‌্যাডারে ধরা পড়ে যায়। এরপরই নিজে থেকে সক্রিয় হয়ে ওঠে আয়রন ডোম। মাঝ আকাশেই ধ্বংস করে দেয় মিসাইল। শর্ট রেঞ্জের এই এয়ার ডিফেন্স সিস্টেম সুরক্ষা দিতে ৯৬ শতাংশ সফল বলেই দাবি ইজরায়েলের। হামাসের রকেট হামলার ক্ষেত্রেও ৯০ শতাংশ রকেটই আটকাতে সফল হয়েছে আয়রন ডোম।

 

Next Article