Vladimir Putin : ‘এটা শুধু মুখের কথা নয়..’, পশ্চিমি দেশগুলিকে চরম হুঁশিয়ারি পুতিনের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 21, 2022 | 3:08 PM

Vladimir Putin : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমি বিশ্ব রাশিয়াকে ধ্বংস করতে চায়। তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, পশ্চিমি বিশ্বকে পাল্টা জবাব দেওয়ার জন্য যথেচ্ছ অস্ত্র রয়েছে রাশিয়ার।

Vladimir Putin : এটা শুধু মুখের কথা নয়.., পশ্চিমি দেশগুলিকে চরম হুঁশিয়ারি পুতিনের
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

মস্কো : ২৪ ফেব্রুয়ারি, ২০২২। ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর দীর্ঘ প্রায় সাত মাস ধরে রুশ বাহিনী ধীরে ধীরে ইউক্রেনের বিভিন্ন এলাকা নিজেদের দখলে নিয়েছে। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে রুশ সেনা। এই আবহে সেনার গতিবিধি বাড়াল রাশিয়া। রুশ নাগরিকদের উদ্দেশে তাঁর ভাষণে এমনটাই জানা গিয়েছে। আংশিকভাবে সেনার গতিবিধি বৃদ্ধির জন্য একটি নির্দেশিকায় স্বাক্ষরও করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি টেলিভিশন ইন্টারভিউয়ে জানিয়েছেন, পশ্চিমি দেশ রাশিয়াকে ধ্বংস করতে চায়। তাই তিনি রাশিয়ার সীমান্তে সেনার সংখ্য়া বাড়াচ্ছে। তিনি জানিয়েছেন, বর্তমানে যেসব নাগরিক রিজার্ভে রয়েছেন, সশস্ত্র বাহিনীতে কাজ করছেন এবং সামরিক বিষয়ে বিশেষত্ব ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা রয়েছে তাঁদের নিয়োগ করা হতে পারে। এদিন ভাষণে তিনি আবার মনে করিয়ে দিয়েছেন, তাঁর মূল্য লক্ষ্য ইউক্রেনের ডনবাস অঞ্চলকে স্বাধীন করা। তিনি ফের দাবি করেছেন, এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দা ইউক্রেনের দাসত্বে থাকতে চান না। তাই ইউক্রেনে রাশিয়ার অভিযান দীর্ঘমেয়াদী করতেই এই পদক্ষেপ করেছেন পুতিন। প্রসঙ্গত, বর্তমানে রাশিয়ার দখলে থাকা ডনবাস এলাকা রাশিয়ায় অন্তর্ভুক্ত হবে কি না সেই বিষয়ে ‘ভোটাভুটি’ হবে। আর অনেক আগেই আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, ইউক্রেনের কোনও অংশ রাশিয়া যদি দখল নেওয়ার চেষ্টা করে তাহলে তার ফল ভাল হবে না। প্রথম থেকেই আমেরিকা সহ একাধিক পশ্চিমি দেশ রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেছিল। আমেরিকাকে প্রথম থেকেই রাশিয়ার এই অভিযানের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে। এবার পশ্চিমি বিশ্বকে পাল্টা হুঁশিয়ারি দিলেন পুতিন।

এদিন এই চুক্তির আড়ালে পশ্চিমি দেশকে হঁশিয়ারিও দিলেন পুতিন। তিনি দাবি করেন, পশ্চিমি দেশ রাশিয়াকে ধ্বংস করতে চায়। তাঁর অভিযোগ তারা চায় না, ইউক্রেনে শান্তি ফিরে আসুক। তাই পশ্চিমি দুনিয়ার আক্রোশ থেকে রাশিয়ার ভূখণ্ডকে রক্ষা করতে প্রায় ৩০ লক্ষ সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুতিন বলেছেন, পশ্চিমি দেশ নিউক্লিয়ার ব্ল্য়াকমেইল করছে। এর পাল্টা পশ্চিমি দেশকে একপ্রকার হুমকি দিয়েই তিনি বলেছেন, রাশিয়ার কাছে পশ্চিমের এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়ার জন্য যথেচ্ছ অস্ত্র ভাণ্ডার রয়েছে। তিনি স্পষ্টও করে দেন যে, তিনি মিথ্যে কথা বলছেন না। দরকার পড়লে রাশিয়া সব অস্ত্র ব্যবহার করে নিজের ভূখণ্ডকে রক্ষা করবে।

Next Article