Explained: যুদ্ধের নাগপাশ কাটিয়ে কোন রুট দিয়ে ফিরবেন ভারতীয়রা?
India in Iran: বর্তমানে মোট ১০ হাজার জন ভারতীয় নাগরিক রয়েছেন ইরানের বুকে। যার মধ্যে বেশির ভাগটাই পড়ুয়া। প্রতিবছর দেশের হায়দরাবাদ, লখনউ ও জম্মু-কাশ্মীর এই তিন এলাকার বাসিন্দারা ইরানে গিয়ে থাকেন।

নয়াদিল্লি: একটি পরিসংখ্যান বলছে, বর্তমানে ইরানে বসবাসরত ভারতীয়র সংখ্যা প্রায় ১০ হাজার। যার মধ্যে ৬০ শতাংশ পড়ুয়া। শুক্রবারে মধ্যরাতে শুরু হওয়া সংঘাত যে রূপ ধারণ এই পরিস্থিতি কার্যত সংকটে পড়ে গিয়েছে ইরানে বসবাসকারী দেশের নাগরিকদের ভবিষ্যৎ। চড়ছে পারদ তখন মধ্যরাত। ইরানের প্রশাসনিক মহলের মধ্যে বেড়েছে পারমাণবিক অস্থিরতা। এই অস্থিরতা আসলে আমেরিকার তৈরি। ঘুরপথে ক্রমাগত চলছে হুঁশিয়ারি। বুঝিয়ে দেওয়া হচ্ছে পারমাণবিক বৈঠকে না যোগ দিলে গুনতে হবে মাশুল। গোটা দেশজুড়ে তৈরি হয়েছে ঝড়ের আগের নিস্তব্ধতা। তবে সেটা ক্ষণিকের। ঘণ্টা খানেক পেরতেই সেই নিস্তব্ধতা চিরে ঢুকল ইজরায়েল। সিংঘের মতো বসাল থাবা। এই অভিযানের নাম পড়ল ‘রাইজিং লায়ন’। জানা গেল, মোসাদের কৌশল মেপেই সেই হামলা চালিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা...





