‘স্বভাব পরিবর্তন করুন’, কমলা হ্যারিসের ভাইঝি মীনাকে বার্তা হোয়াইট হাউসের

tista roychowdhury | Edited By: arunava roy

Feb 15, 2021 | 6:24 PM

কয়েক দিন আগেই কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে আসেন মীনা হ্যারিস

স্বভাব পরিবর্তন করুন, কমলা হ্যারিসের ভাইঝি মীনাকে বার্তা হোয়াইট হাউসের
কমলা হ্যারিস থিমের প্রোডাক্ট বিক্রি হয় মীনার সংস্থায়

Follow Us

ওয়াশিংটন: ২০২০-র মার্কিন নির্বাচনের একাধিক ঐতিহাসিক গুরুত্বের মধ্যে একটা অবশ্যই কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট অনেক দিক থেকেই ‘প্রথম’। তাই কার্যত আইকন হয় উঠেছেন কমলা হ্যারিস। কিন্তু তাঁর নাম ব্যবহার করে নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপন করা হচ্ছে। এমনটাই অভিযোগ উঠল ভাইস প্রেসিডেন্টের ভাইঝি মীনা হ্যারিসের বিরুদ্ধে। সম্প্রতি কৃষক আন্দোলনে সমর্থন করে টুইট করার জন্য ভারতের সংবাদমাধ্যমে উঠে এসেছে এই মীনা হ্যারিসের নাম।

হার্ভার্ডে প্রশিক্ষিত আইনজীবী মীনা। বছর চারেক আগে তিনি একটি পোশাকের ব্র্যান্ড তৈরি করেন। টি শার্ট ও সোয়েট শার্টের ওই কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য কমলা হ্যারিসের নাম ব্যবহার করেন তিনি। কমলা হ্যারিস আজ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ঠিকই তবে, আগে থেকেই তিনি ‘আইকন।’ শুধু মহিলা নন, কৃষ্ণাঙ্গ হিসেবে এ ভাবে আইকন হয়ে ওঠায় তাঁর জীবনের ইতিহাসও অনেক ক্ষেত্রে আদর্শ। আর সেই আদর্শই নাকি ব্যবহার করে থাকেন মীনা হ্যারিস।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে ‘জুম’ মিটিং, টুলকিট-কাণ্ডে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পুলিশ

হোয়াইট হাউসের লিগাল টিমের তরফ থেকে মীনাকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে তিনি কমলা হ্যারিসের নাম না ব্যবহার করেন। নিজের স্বভাবে পরিবর্তন আনার বার্তা দেওয়া হয়েছে তাঁকে। গত কয়েক বছর ধরেই কমল হ্যারিসের নাম ব্যবহার করে আসছেন তিনি। কমলা কী পছন্দ করেন, সেসবও থাকে ব্র্যান্ডিং-এ। ফলে, এতে আগামিদিনে ভাইস প্রেসিডেন্টের জীবনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস।

মীনার ব্র্যান্ডে বিক্রি হয় ‘ভাইস প্রেসিডেন্ট আন্টি’ লেখা সোয়েট শার্ট। স্যুইমসুটের থিমেও কমলা। এমনকি এক বিশেষ ধরনের হেডফোন বিক্রি করেন, যাতে রয়েছে কমলার জন্য বানানো স্লোগান। এসব আর বিক্রি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় সাত লক্ষের কাছাকাছি। আর সেই টুইটারে সম্প্রতি ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন তিনি। একটি নয়, একাধিক টুইট করেন তিনি। সম্প্রতি, টুলকিট-কাণ্ডে দিশা রবিকে গ্রেফতার করার পরও মুখ খুলেছেন মীনা। কেন আন্দোলনকারীদের গ্রেফতার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Next Article