Israel Hamas War: যুদ্ধের পর কার হাতে যাবে গাজার শাসনভার? ইজরায়েল চাইছে…

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 11, 2023 | 8:56 PM

১৯৬৭ সালের যুদ্ধে গাজা দখল করে নিয়েছিল ইজরায়েল। তার পর থেকে দীর্ঘদিন ধরে গাজার দখল রেখেছিল তারা। এ বার অবশ্য গাজার দখল রাখবে না বলে বুধবার জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে বলেছেন, “আমরা গাজার দখল রাখতে চাইছি না। আমরা গাজা দখলও করব না। কিন্তু আমরা চাইছি গাজা এবং ইজরায়েলের সুরক্ষিত ভবিষ্যৎ।”

Israel Hamas War: যুদ্ধের পর কার হাতে যাবে গাজার শাসনভার? ইজরায়েল চাইছে...
বেঞ্জামিন নেতানিয়াহু

Follow Us

জেরুজালেম: গাজার শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। হামাসের রকেট হামলার পর পাঁচ সপ্তাহ ধরে গাজা স্ট্রিপে আক্রমণ চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। কিন্তু ইজরায়েল চাইছে এই যুদ্ধের শেষে গাজার শাসনভার যেন হামাসের হাতে না থাকে। হামাসকে ইতিমধ্যেই পুরোপুরি শেষ করে দেওয়ার হুমকি বার বার দিয়েছে ইজরায়েল, কিন্তু বাস্ততে তা কতটা সম্ভব। তা নিয়ে সন্দেহ রয়েছে। সে জন্যই গাজার ভবিষ্যতের শাসনভার যাতে হামাসের হাতে না থাকে তা চাইছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র। তারা চাইছে, গাজার নিয়ন্ত্রণ ফের যাক প্যালেস্তাইন কর্তৃপক্ষের কাছে।

১৯৬৭ সালের যুদ্ধে গাজা দখল করে নিয়েছিল ইজরায়েল। তার পর থেকে দীর্ঘদিন ধরে গাজার দখল রেখেছিল তারা। এ বার অবশ্য গাজার দখল রাখবে না বলে বুধবার জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে বলেছেন, “আমরা গাজার দখল রাখতে চাইছি না। আমরা গাজা দখলও করব না। কিন্তু আমরা চাইছি গাজা এবং ইজরায়েলের সুরক্ষিত ভবিষ্যৎ।”

১৯৬৭ সালে গাজা দখল নেওয়ার পর ২০০৫ সালে তা ছেড়েছিল ইজরায়েল। প্যলেস্তাইন কর্তৃপক্ষের হাতে গাজার শাসন ভার ২০০৫ সালে তুলে দিয়েছিল ইজরায়েল। কিন্তু প্যালেস্তাইন কর্তৃপক্ষ গাজার শাসন নিজেদের হাতে বেশিদিন রাখতে পারেনি। ২০০৭ সালে গাজার শাসনভার প্যালেস্তাইন কর্তৃপক্ষের থেকে ছিনিয়ে নেয় হামাস বাহিনী। ক্রমেই গাজাবাসীর মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পায় হামাসের। এর পর ঘন জনবসতি পূর্ণ গাজার ২৪ লক্ষ বাসিন্দাদের শাসনভার রয়েছে হামাসের হাতেই। এই যুদ্ধের মাধ্যমে তাতেই ইতি টানতে চাইছে ইজরায়েল।

গত মাসে আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন বৈঠক করেছিলেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। তখন আব্বাস জানিয়েছিলেন, ইজরায়েলের সঙ্গে সমস্যার ‘সর্বাঙ্গীন রাজনৈতিক সমাধান’ হলে তবেই গাজার শাসনভার নিতে রাজি প্যালেস্তাইন কর্তৃপক্ষ। আর ইজরায়েলের প্রধানমন্ত্রী জানালেন গাজাকে অসামরিক, অমৌলবাদ এবং নতুন করে গড়ার কথা। এ বিষয়ে তিনি বলেছেন, “আমাদের একটি সরকার খুঁজতে হবে। একটি জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে সেখানে।”

Next Article