AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ‘খুব ভাল বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, বাণিজ্যচুক্তি নিয়েও সুর নরম

Donald trump on trade negotiations: দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ট্রাম্পের একের পর এক মন্তব্যে ভারত-আমেরিকার কূটনৈতিক চাপানউতোর বাড়ে। ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তাঁর হাত রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ভারত সেই দাবি খারিজ করার পরও থামেননি মার্কিন প্রেসিডেন্ট।

Donald Trump: 'খুব ভাল বন্ধু' মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, বাণিজ্যচুক্তি নিয়েও সুর নরম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Sep 10, 2025 | 8:42 AM
Share

ওয়াশিংটন ও নয়াদিল্লি: রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় তাঁর ‘গোসা’ হয়েছে। আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন। এই নিয়ে দুই কূটনৈতিক চাপানউতোর বেড়েছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করে নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বাড়ে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদী। সেইসময় মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ‘ভেরি টাফ নেগোশিয়েটর’ (দর কষাকষিতে কড়া)।

দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ট্রাম্পের একের পর এক মন্তব্যে ভারত-আমেরিকার কূটনৈতিক চাপানউতোর বাড়ে। ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তাঁর হাত রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ভারত সেই দাবি খারিজ করার পরও থামেননি মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন সময় তাঁকে একই মন্তব্য করতে শোনা গিয়েছে। তারপরই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন।

দুই দেশের কূটনৈতিক চাপানউতোর বাড়ার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে এবার সুর নরম করলেন ট্রাম্প। এদিন নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ তিনি লেখেন, “দুই দেশের বাণিজ্যের বাধাগুলি কাটিয়ে উঠতে ভারত ও আমেরিকা আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে মুখিয়ে রয়েছি।” তিনি নিশ্চিত যে ‘সফল সিদ্ধান্তে’ পৌঁছতে দুই দেশের কোনও অসুবিধা হবে না।

ট্রাম্পের বার্তার পর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীও দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে বার্তা দেন। তিনি লেখেন, ‘ভারত ও আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার।’ দ্রুত বাণিজ্যচুক্তির জন্য ভারতও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মোদী জানান। ট্রাম্পের সঙ্গে কথা বলতে তিনিও মুখিয়ে রয়েছেন বলে বার্তা দেন।

প্রশ্ন উঠছে, ভারতের নাছোড় মনোভাবে কি বেশ কিছুটা ব্যাকফুটে ট্রাম্প? তাই কি আলোচনার বার্তা দিলেন? তবে নিজের এই বক্তব্য থেকে ট্রাম্প আবার সরে আসেন কি না, সেটা দেখার।