নিউ ইয়র্ক: কনকনে ঠান্ডা, বৃষ্টি ও তুষারঝড়ে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। পেনসিলভেনিয়া, ইলিনয়, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, ওরেগোন, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, নিউ জার্সি-সহ বিভিন্ন প্রদেশে ঝড় ও তুষারপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। আবার পেনসিলভেনিয়া, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওরেগোন-সহ বিভিন্ন প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনই এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দফতর।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ঝড় ও তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রেহাই মেলেনি। এক সপ্তাহে কনকনে ঠান্ডা ও তুষারঝড়ে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওরেগনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। চলমান একটি গাড়ি রাস্তায় ঝুলে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই গাড়ির ৩ আরোহীর মৃত্যু হয়। তুষার জমে গিয়েছে লেকগুলিতে। বিভিন্ন প্রদেশের প্রায় ৪৫ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
এদিকে, এই কনকনে ঠান্ডা ও তুষারঝড়ের হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা এখনই নেই। আগামী সপ্তাহের প্রথমার্ধ পর্যন্ত এই আবহাওয়া চলবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহবিদ থেকে প্রশাসনিক আধিকারিকেরা। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলেও কনকনে ঠান্ডার হাত বাঁচার সবরকম সুরক্ষা নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।