Divorce Problem: বিবাহবিচ্ছেদে নারাজ স্বামী, জব্দ করতে গায়ে ফুটন্ত জল ঢাললেন স্ত্রী!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 02, 2023 | 12:55 AM

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার বাতামে থাকতেন ওই দম্পতি। ২০১৯ সালে বিয়ে হয় তাঁদের। ২৪ বছরের মালয়েশিয়ান ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ২৯ বছরের ওই মহিলার। ২০২২ সালের শেষ দিক থেকেই তাঁদের সম্পর্কের অবনতি হতে থাকে।

Divorce Problem: বিবাহবিচ্ছেদে নারাজ স্বামী, জব্দ করতে গায়ে ফুটন্ত জল ঢাললেন স্ত্রী!
প্রতীকী ছবি

Follow Us

সিঙ্গাপুর: স্বামীর থেকে ডিভোর্স চাইছিলেন স্ত্রী। কিন্তু ডিভোর্স দিতে রাজি ছিলেন না স্বামী। কিন্তু বিবাহবিচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ওই মহিলা। তাই ডিভোর্সে নিমরাজি স্বামীকে জব্দ করার চেষ্টা করেছিলেন। স্বামীকে ডিভোর্সে রাজি করানোর জন্য ফুটন্ত জল ঢেলেছিলেন স্বামীর গায়ে। তবে এই কাজ করে ডিভোর্স তো মেলেইনি উল্টে শাস্তি পেতে হয়েছে অভিযুক্ত মহিলাকে। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। এবং ৮ মাস জেলের সাজা দিয়েছে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। মঙ্গলবার এই সাজার রায় শুনিয়েছে সে দেশের আদালত।

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার বাতামে থাকতেন ওই দম্পতি। ২০১৯ সালে বিয়ে হয় তাঁদের। ২৪ বছরের মালয়েশিয়ান ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ২৯ বছরের ওই মহিলার। ২০২২ সালের শেষ দিক থেকেই তাঁদের সম্পর্কের অবনতি হতে থাকে। ২০১৩ সালের জানুয়ারি মাসে কন্যা সন্তান হয় তাঁদের। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। এর পর বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন ওই মহিলা। কিন্তু বিবাহবিচ্ছেদে ওই ব্যক্তি আগ্রহ দেখাচ্ছিলেন না বলে অভিযোগ। ১৯ মার্চ ডিভোর্স মিটিংয়েও স্বামীর আচরণে অসতুষ্ট ছিলেন ওই মহিলা।

স্বামীর এই আচরণে বিরক্ত হয়ে তাঁকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে ওই মহিলা। সে জন্যই অফিস থেকে ফিরে ওই মহিলা গরম জল ঢেলেছেন স্বামীর গায়ে। আদালতে নিজের এই কাজের কথা স্বীকারও করেছেন নিয়েছেন ওই মহিলা। তাঁকে ৮ মাসের জেলের সাজা দিয়েছে সে দেশের আদালত।

Next Article