Australian Woman: পাঁচ দিন ধরে জঙ্গলে, নিখোঁজ ডায়েরি পরিবারের, শেষে মদ আর ললিপপই বাঁচাল মহিলার প্রাণ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 07, 2023 | 5:29 PM

Viral Video: অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘুরতে গিয়ে জঙ্গলে হারিয়ে যাওয়া ওই মহিলার নাম লিলয়ান। ৪৮ বছরের ওই মহিলা ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হাই কাউন্টিতে। ঘুরতে যাওয়ার সময় তিনি সঙ্গে নিয়েছিলেন স্ন্যাক্স, ললিপপ ও ওয়াইন।

Australian Woman: পাঁচ দিন ধরে জঙ্গলে, নিখোঁজ ডায়েরি পরিবারের, শেষে মদ আর ললিপপই বাঁচাল মহিলার প্রাণ
প্রতীকী ছবি

Follow Us

মেলবোর্ন: পাহাড়ি জঙ্গল এলাকায় ঘুরতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু ঘুরতে গিয়ে তিনি হারিয়ে যান জঙ্গলের মধ্যে। পাঁচ দিন নিখোঁজ ছিলেন তিনি। তাঁকে নিয়ে নিখোঁজ মামলাও দায়ের হয়েছিল পুলিশের কাছে। অবশেষে পুলিশের এয়ার সার্চ টিম তাঁকে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করে। তার পর বাড়ি ফিরে গিয়েছেন ওই মহিলা। পাঁচ দিন জঙ্গলের মধ্যে কোনও খাবার পাননি ওই মহিলা। কিন্তু ঘুরতে যাওয়ার সময় মদ ও ললিপপ সঙ্গে নিয়েছিলেন ছিল। জঙ্গলে পাঁচ দিন একাকি ছিলেন তিনি, তখন এই ললিপপ ও ওয়াইন খেয়েই বেঁচে থেকেছেন তিনি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যমে।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘুরতে গিয়ে জঙ্গলে হারিয়ে যাওয়া ওই মহিলার নাম লিলয়ান। ৪৮ বছরের ওই মহিলা ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হাই কাউন্টিতে। ঘুরতে যাওয়ার সময় তিনি সঙ্গে নিয়েছিলেন স্ন্যাক্স, ললিপপ ও ওয়াইন। কিন্তু সেখানে গিয়ে হারিয়ে যান। পাঁচ দিন পর তাঁর খোঁজ মেলে। তাঁকে উদ্ধার করে ভিক্টোরিয়া পুলিশ। লিলিয়ানকে উদ্ধারের একটি ভিভিয়ো ভিক্টোরিয়া পুলিশের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছ, পাহাড়ি এলাকার জঙ্গলের নোংরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন ওই অস্ট্রেলীয় মহিলা। সেখানে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন তিনি। উপর থেকে পুলিশের হেলিকপ্টারের উদ্দেশ হাত নাড়াচ্ছেন তিনি। এর পর পুলিশের একটি গাড়ি এল এবং তাঁকে উদ্ধার করে নিয়ে গেল।

 

জানা গিয়েছে, ৩০ এপ্রিল জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। জঙ্গলে ঢুকে রাস্তা ভুল করেন তিনি। এর পর তাঁর গাড়ির চাকা আটকে যায় কাদায়। কিন্তু ওই এলাকায় মোবাইলের টাওয়ার ছিল। মোবাইলও বন্ধ হয়ে গিয়েছিল। এর জেরে সাহায্যের জন্য ফোন করতে পারেননি তিনি। বাধ্য হয়ে তিনি জঙ্গলে গাড়ির মধ্যেই ছিলেন। এই কদিনে এক ফোঁটাও জল খাননি তিনি। গলা ভেজাতে তাঁর ভরসা ছিল গাড়িতে থাকা ওয়াইন।

Next Article