Inspirational Story: অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করায় গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ হুইল চেয়ার বসে প্যারালিম্পিকে সেই যুবতী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 04, 2023 | 9:30 AM

Paralympian: মনোমালিন্যের জেরে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেন তিনি। এর প্রায় ২ সপ্তাহ পর এক দিন নিজের বাড়িতেই অন্য এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিলেন। সে সময়ই তাঁর বাড়িতে আসেন প্রাক্তন প্রেমিক।

Inspirational Story: অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করায় গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ হুইল চেয়ার বসে প্যারালিম্পিকে সেই যুবতী
প্যারালিম্পিয়ান ট্রাসি

Follow Us

ফ্লোরিডা: অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য প্রাক্তন প্রেমিকের আক্রমণের মুখে পড়েছিলেন। শারীরিক এবং যৌন নির্যাতনের সেই আক্রমণের জেরে একটি চোখ হারাতে হয়েছিল তাঁকে। একটি পা দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাতে জীবন থেমে থাকেনি এক যুবতীর। দুঃস্বপ্নের মুহূর্তকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন যুবতী। আর্চারিতে নিজেকে পোক্ত করেছন। সামনের বছর প্যারালিম্পিকে অংশ নেবেন বলেও জানিয়েছেন মার্কিন এক সংবাদমাধ্যমে। ওই যুবতীর এই লড়াইকে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা। জানা গিয়েছে, ওই যুবতীর নাম ট্রাসি অট্টো। তিনি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা। বছর খানেক আগে নিজের প্রাক্তন প্রেমিকের হাতে নিগৃহীত হয়ে জীবন সঙ্কটে পড়েছিসল ট্রাসির।

২৭ বছরের ট্রাসি জানিয়েছেন, তাঁর সঙ্গে ফ্রাঙ্কপিয়েরো দেল মেডিকো নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মনোমালিন্যের জেরে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেন তিনি। এর প্রায় ২ সপ্তাহ পর এক দিন নিজের বাড়িতেই অন্য এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিলেন। সে সময়ই তাঁর বাড়িতে আসেন মেডিকো। অন্য পুরুষের সঙ্গে তাঁকে শারীরিক সম্পর্ক করতে দেখে ক্ষেপে ওঠেন মেডিকো। নিজের বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে শুরু করেন। সেই গুলি লেগেছিল ট্রাসির মাথায়। এ ব্যাপারে ট্রাসি বলেছেন, “আমার মুখে গুলি মেরেছিল। আমার চোখে. ঘাড়ে গুলি লাগে। আমার যৌনাঙ্গেও বন্দুক ভরে দিয়েছিল। আমি ভেবেছিলাম আমাকে মেরেই ফেলবে। কিন্তু হেনস্থা করে ছেড়ে দিয়েছিল। ওই অবস্থাতেই আমাকে ধর্ষণ করেছিল।”

এই ঘটনার পর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসার জেরে সুস্থ হন। তবে তাঁর দেহের একাংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তার পর থেকেই হুইল চেয়ারে করে চলেন ট্রাসি। হুইল চেয়ারে বসেই আর্চারিতে মন দিয়েছেন তিনি। ধীরে ধীরে ফের জীবনের ছন্দে ফিরতে শুরু করেন তিনি। সামনের বছর প্যারালিম্পিকে অংশ নেবেন বলেও জানিয়েছেন। এই ঘৃণ্য আক্রমণের জন্য সাজা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিকের। বর্তমানে জেলে রয়েছেন তিনি।

Next Article