TV9 বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সাত সকালে বিকল হয়ে গেল ইউটিউব (Youtube)। ভিডিয়োয় ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠছিল ‘এরর’ মেসেজ। ভিডিয়ো দেখতে পাচ্ছিলেন না সারা বিশ্বের প্রায় ২ লক্ষ ৮৬ হাজার ইউটিউব ব্যবহারকারী। যার ফলে একের পর এক অভিযোগ জমা পড়ে সোশ্যাল মিডিয়ায়।
…And we’re back – we’re so sorry for the interruption. This is fixed across all devices & YouTube services, thanks for being patient with us ❤️ https://t.co/1s0qbxQqc6
— TeamYouTube (@TeamYouTube) November 12, 2020
ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্য সারা বিশ্বে জনপ্রিয় গুগলের ইউটিউব। বৃহস্পতিবার সকাল ৬ টা ৫৩ মিনিটে সমস্যা দেখা দেয় ইউটিউবে। সঙ্গে সঙ্গে টুইটে ইউটিউবের তরফে লেখা হয়, “যদি আপনাদের এখন ইউটিউবে ভিডিয়ো দেখতে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা শুধু আপনার নয়। আমরা এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। আমরা সমাধানের কাজ করছি।” কিছুক্ষণ পরেই সমাধান হয় এই সমস্যার। তখন টুইটে ইউটিউবের অ্যাকাউন্ট থেকে লেখা হয়,”আমরা ফিরে এসেছি। সমস্যার জন্য দুঃখিত। আমাদের উপর ধৈর্য রাখার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন: সৌভাগ্য ফেরানোর দিন, নাকি পিছনে অন্য কোনও ইতিহাস! ‘ধনতেরাস’ পালিত হয় কেন?
All of us right now #YouTubeDOWN pic.twitter.com/jcaepT3mmZ
— dinosaurnugget (@WelchJazzy) November 12, 2020