বার্লিন: জার্মানির সঙ্গে নিরাপত্তা চুক্তি করল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বার্লিনে গিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। জার্মানির পাশাপাশি ফ্রান্সের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে ইউক্রেন। রাশিয়ার আক্রমণ ঠেকাতেই ইউরোপের এই দেশের শরণাপন্ন জেলেনস্কি। এই চুক্তি নিয়ে জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলিও উচ্ছ্বসিত। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন। জেলেনস্কিও এই চুক্তি নিয়ে নিজের উচ্ছ্বাস গোপন করেননি।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বর্ষে পড়েছে। কিন্তু এখনও পুরোপুরি থামেনি সেই যুদ্ধ। আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার থেকে অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়াকে ঠেকানোর প্রাণপন চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। সম্প্রতি মিউনিখে হয়েছে সিকিউরিটি কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতো নেতারা। সেই কনফারেন্সেই ইউক্রেনের জন্য দরবার করেছিলেন জেলেনস্কি।
ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের পূর্ব প্রান্তে আক্রমণের ঝাঁঝ কয়েক গুণ বাড়িয়েছে। এই পরিস্থিতেই ফ্রান্স, জার্মানির সঙ্গে হল নিরাপত্তা চুক্তি। এই চুক্তিকে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়ে জার্মান চ্যান্সেলর স্কোলজ ইউক্রেনকে ১২ লক্ষ ডলারের মিলিটারি সাহায্যের ঘোষণা করেছেন। রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের পাশে সব সময় থাকার বার্তা দিয়েছেন।