নয়া দিল্লি: ভারত সরকার ডেটা সেন্টার আর এনার্জি স্টোরেজ সিস্টেমকে পরিকাঠামো সম্পদের (Infrastructure assets) মান্যতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মান্যতা পাওয়ার ফলে এই ক্ষেত্রের কোম্পানিগুলি তাদের উন্নতির জন্য সহজেই সস্তা আর দীর্ঘমেয়াদি ঋণ পাবে। সরকারের এই সিদ্ধান্তে গৌতম আদানি, মুকেশ আম্বানি আর সুনীল মিত্তলের মতো ব্যবসায়ীরা যথেষ্ট ফায়দা পাবেন। এই বড় ব্যবসায়ীরা ডেটা সেন্টার আর এনার্জি সেন্টার নিয়ে বড় প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আর ক্লিন এনার্জি স্টোরেজের জন্য ঋণের সুবিধা দেওয়া হবে। তিনি বলেন যে ডেটা সেন্টার, এনার্জি স্টোরেজ সিস্টেম, ডেটা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার আর গ্রিড স্কেল ব্যাটারি সিস্টেমকে ইনফ্রা তালিকায় সামিল করা হবে।
ভারত সরকার ডেটা সুরক্ষা নিয়ে যথেষ্ট আগ্রাসী। এই অবস্থায় সরকার চায় যে ভারতের সমস্ত ধরণের ডেটা ভারতেই স্টোর করা হোক। কোম্পানি তা সে দেশীই হোক বা বিদেশি, ব্যবহারকারী আর গ্রাহকদের ডেটা ভারতেই সুরক্ষিত থাকা উচিৎ। এই ব্যাপারে ১ এপ্রিল থেকে নতুন নীতি চালু হবে। সরকার অনলাইন পেমেন্ট, ই-কমার্স আর কোয়ান্টাম কম্পিউটিংয়ে ‘বিগ বুমের’ জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা শুরু হওয়ার পর ডেটা সুরক্ষার বিষয়টি অনেক বেশি সংবেদনশীল হয়ে যাবে। এই অবস্থায় সরকার সময় থাকতেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে ডেভলপ করতে চায়। আগামী বছরগুলিতে ভারতে ডেটা সেন্টার পরিষেবায় বড় মাত্রায় বৃদ্ধি দেখা যাবে।
আদানি আর মিত্তলদের ব্যাবসা বাড়বে
ডেটা সেন্টার ব্যবসায় গৌতম আদানী আর সুনীল মিত্তলের ব্যবসা দ্রুতগতিতে বাড়ছে। সরকারের এই ঘোষণায় এই দুজন যথেষ্ট ফায়দা পাবেন। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এনার্জি স্টোরেজের জন্য গিগা ফ্যাক্টরির নির্মাণ করতে চলেছে। সরকারের এই ঘোষণায় আম্বানিরাও ফায়দা পাবেন।
ডেটা সেন্টারের ক্ষমতা দ্বিগুন হয়ে যাবে
রিয়াল এস্টেট কনসাল্টেন্সি জেএলআই এর প্রধান কার্যকরী আধিকারিক রাধা ধীর বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ট্যাগ পাওয়ার পর কোম্পানিগুলি সস্তা দরে দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল ঋণের সুবিধা পাবে। এই ঘোষণার কারণে এই দুই ক্ষেত্রে বিনিয়োগও বাড়বে। ২০২১ এ ভারতের ডেটা সেন্টার ক্ষমতা ৪৯৯ মেগাবাইট ছিল। মনে করা হচ্ছে সরকারের এই ঘোষণার পর ২০২২ এ এই ক্ষমতা বেড়ে দ্বিগুন অর্থাৎ ১০০৮ মেগাবাইট হয়ে যাবে।
এই শহরগুলিতে ডেটা সেন্টার স্থাপনা করার পরিকল্পনা
গৌতম আদানি নভেম্বর ২০২১ এ বলেছিলেন যে তার স্বপ্ন আদানি গোষ্ঠীকে গ্রিন ডেটা স্টোরেজে বিশ্বের প্রধান কোম্পানি গড়ে তোলা। আদানী গোষ্ঠী আগামীদিনে সম্পূর্ণভাবে ক্লিন পাওয়ারের উপর পরিচালিত হতে চায়। শুরুতে তাদের মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ আর নতুন দিল্লিতে ডেটা সেন্টার ডেভলপ করার পরিকল্পনা রয়েছে।
ডেটা সেন্টারের উপর ৫ হাজার কোটি টাকা খরচ করবে মিত্তল
সেপ্টেম্বর ২০২১ এ এয়ারটেলের সুনীল মিত্তল ডেটা সেন্টার ডেভলপমেন্টের জন্য ৫ হাজার কোটি টাকা খরচ করার কথা ঘোষণা করেছিলেন। ২০২৫ পর্যন্ত ডেটা সেন্টারের ক্ষমতা তিনগুন বাড়িয়ে ৪০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে এয়ারটেলের। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ডিজিটালও ডেটা সেন্টার ব্যবসায় প্রবেশ করার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: Mallikarjun Kharge: ‘এতদিনে ১৫ কোটি চাকরি দেওয়ার কথা ছিল’, বাজেটের পরই মোদী সরকারকে তোপ খাড়গের