নয়া দিল্লি : গত ২ বছর ধরে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা ভাইরাসের একের পর এক ঢেউতে বিপর্যস্ত অর্থনীতি থেকে স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ ঘোষণা হবে বলে বাজেটে (Budget 2022) প্রত্যাশা করা হয়েছিল। নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) পেশ করা চতুর্থ বাজেটে গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের অবনতি দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রেই। শুধু শারীরিক অসুস্থতার কারণেই নয়, কেউ প্রিয়জনের মৃত্যুতে শোকাহত, কেউ লকডাউনে রোজগার বন্ধ হওয়ায় হতাশ। কেউ কেউ আত্মহননের পথও বেছে নিয়েছেন। এই পরিস্থিতিতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে তৈরি করা হচ্ছে সেন্টার।
করোনা পরিস্থিতিতে সব বয়সের মানুষের মধ্যে মানসিক সমস্যা দেখা যাচ্ছে। সে কথা মাথায় রেখেই বাজেটে ঘোষণা করা হল ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ প্রোগ্রাম। ২৩ টি টেলি মেন্টাল হেল্থ সেন্টার থাকবে তার অধীনে। নিমহানস (NIMHANS) হাসপাতালের সঙ্গে ওই ২৩ টি সেন্টারের সংযোগ থাকবে। তবে ঠিক কী ভাবে ওই সেন্টারগুলি কাজ করবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি এখনও। ওই প্রোগ্রামে প্রযুক্তির ক্ষেত্রে সাহায্য় করবে বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি।
ইউনিক হেল্থ আইডেন্টিটি বা স্বাস্থ্য সংক্রান্ত পরিচয় পত্র তৈরিতে জোর দেওয়ার কথা আগেই বলেছিল কেন্দ্র। এবার ন্যাশনাল ডিজিটাল হেল্থ ইকোসিস্টেম তৈরির কথা ঘোষণা করা হল বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষেই চালু হবে ন্যাশনাল ডিজিটাল হেল্থ ইকোসিস্টেম। ওই ডিজিটাল পরিষেবায় স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে। প্রত্যেকে সেই পরিষেবা যাতে পেতে পারে, সেই উদ্যোগই নেবে কেন্দ্র।
এ ছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দেশের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া ১১২ টি জেলাকে বেছে নিয়ে সেখানে সার্বিক উন্নয়নের কাজ হবে। ওই সব জেলায় যদি ঠিক মতো স্বাস্থ্য পরিকাঠামো না থাকে, তাহলে সে দিকেও নজর দেওয়া হবে।
আরও পড়ুন : Budget 2022 : ‘অন্তঃসারশূণ্য বাজেট,’ মঙ্গলের বাজেটের খুঁত ধরলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র