Budget 2022: স্টার্ট-আপ বা ছোট্ট ক্লাউড কিচেন চালাচ্ছেন, কী চান এবারের বাজেটে?

Budget 2022: স্টার্ট-আপ বা ছোট্ট ক্লাউড কিচেন চালাচ্ছেন, কী চান এবারের বাজেটে?

TV9 Bangla Digital

| Edited By: raktim ghosh

Updated on: Jan 25, 2022 | 6:40 PM

কতই রঙ্গ দেখি দুনিয়ায়। গানের পেশা ছেড়ে ছোট্ট হোটেল খুলে বাজেট প্রশ্নে গান ধরলেন তরুণ অর্ক। একে করোনা বিধি। তার ওপর কমার্শিয়াল সিলিন্ডার, তেল সবের দাম দ্বিগুণ । তবু জীবন যুদ্ধ যে চালাতেই হবে।

অর্ক, গান-বাজনা তাঁর প্রথম ভালবাসা। শুধু গান বাজনা নয় তাঁর আরও এক ভালবাসা আছে। তা হল এই কিচেন। এই ক্যাফে তাঁর আরও এক ভালবাসা। অর্কস জাংশন আরও এক প্যাশন। কিন্তু গ্যাসের সিলিণ্ডারে বাড়বাড়ন্তে কপালে ভাঁজ। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে কী চান স্টার্ট আপ অথবা ক্লাউড কিচেন চালাচ্ছেন যাঁরা? শুনে নিন

Published on: Jan 22, 2022 06:18 PM