Budget 2022: বাজেট নিয়ে কী ভাবছে আজকের নব্য ব্য়বসায়ীরা?
আইটি ইন্ডাস্ট্রি ছেড়ে দম্পতির শুরু করা ছোট্ট বিজনেস এখন মূলত হোম ডেলিভারি নির্ভর। আসন্ন বাজেটে কী ভাবছেন ব্যবসায়ীরা?
হোম ডেলিভারির জন্য গাড়ির তেল লাগে, সেটা সৌমাল্য অর্পিতার থেকে কে ভাল বুঝবে। আইটি ইন্ডাস্ট্রি ছেড়ে দম্পতির শুরু করা ছোট্ট বিজনেস এখন মূলত হোম ডেলিভারি নির্ভর। গাড়ির তেলের খরচ , জিএসটি সব মিলিয়ে নাজেহাল। বাজে বাজেট হলেই গেল। স্বাদ দেশী বা স্বদেশী নামে দেশের সব প্রান্তের খাবার বসে কিংবা বাড়ি বাড়ি। স্বপ্ন দেখা ছাড়ছেন না নব ব্যবসায়ী দম্পতি।
Published on: Jan 22, 2022 06:28 PM
Latest Videos