বাড়ল সোনা, রুপো নামল নীচে, জানুন আজকের সোনা-রুপোর দাম

সোনা-রুপোর দাম বৃহস্পতিবার অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম -৪.৯৭ শতাংশ কমে হয়েছে ২,৪০২.৯৫ টাকা।

| Edited By: | Updated on: Jan 25, 2022 | 6:27 PM
বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৫৭৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৬,৬০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৫,৭৫০ টাকা এবং ৪,৫৭,৫০০ টাকা।

বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৫৭৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৬,৬০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৫,৭৫০ টাকা এবং ৪,৫৭,৫০০ টাকা।

1 / 5
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৫০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৮০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৫০০ টাকা এব ৪,৮৫,০০০ টাকা।

এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৫০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৮০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৫০০ টাকা এব ৪,৮৫,০০০ টাকা।

2 / 5
এদিন সোনার দাম শেয়ার বাজারে সামান্য বেড়েছে। এদিন সকালের দিকে সোনার দাম ০.৯ শতাংশ বেড়েছে। কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম ০.০৯ শতাংশ অর্থাৎ ৪৬ টাকা বেড়ে হয়েছে ৪৮,৬১০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.৩০ শতাংশ কমে হয়েছে ৬৩,৭৬৩ টাকা।

এদিন সোনার দাম শেয়ার বাজারে সামান্য বেড়েছে। এদিন সকালের দিকে সোনার দাম ০.৯ শতাংশ বেড়েছে। কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম ০.০৯ শতাংশ অর্থাৎ ৪৬ টাকা বেড়ে হয়েছে ৪৮,৬১০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.৩০ শতাংশ কমে হয়েছে ৬৩,৭৬৩ টাকা।

3 / 5
বিশ্ববাজারেও এদিন সোনার দাম কমেছে। পাশাপাশি রুপোর দামও এদিন অনেকটাই কমতে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৩০ শতাংশ অর্থাৎ ৫.৬৫ ডলার কমে হয়েছে প্রতি আউন্স ১,৮৩৭.৮৮ ডলার।  অন্যদিকে রুপোর দামও -১.২৪ শতাংশ অর্থাৎ -০.৩০ সেন্ট কমে হয়েছে ২৩.৬৭ ডলার প্রতি আউন্স।

বিশ্ববাজারেও এদিন সোনার দাম কমেছে। পাশাপাশি রুপোর দামও এদিন অনেকটাই কমতে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৩০ শতাংশ অর্থাৎ ৫.৬৫ ডলার কমে হয়েছে প্রতি আউন্স ১,৮৩৭.৮৮ ডলার। অন্যদিকে রুপোর দামও -১.২৪ শতাংশ অর্থাৎ -০.৩০ সেন্ট কমে হয়েছে ২৩.৬৭ ডলার প্রতি আউন্স।

4 / 5
সোনা-রুপোর দাম বৃহস্পতিবার অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম -৪.৯৭ শতাংশ কমে হয়েছে ২,৪০২.৯৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৯০ শতাংশ কমে হয়েছে ৮৩৬.০০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -৩.৩৭ শতাংশ কমে হয়েছে ৫১৭.৩৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ১.৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৬.৩৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৯৬ শতাংশ কমে হয়েছে ৯০৪.৫৫ টাকা।

সোনা-রুপোর দাম বৃহস্পতিবার অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম -৪.৯৭ শতাংশ কমে হয়েছে ২,৪০২.৯৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৯০ শতাংশ কমে হয়েছে ৮৩৬.০০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -৩.৩৭ শতাংশ কমে হয়েছে ৫১৭.৩৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ১.৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৬.৩৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৯৬ শতাংশ কমে হয়েছে ৯০৪.৫৫ টাকা।

5 / 5
Follow Us: