Saving Scheme: Fixed Deposit-এ নজরকাড়া সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, এখনই অ্যাকাউন্ট খুলে ফেলুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 30, 2022 | 1:49 PM

Fixed Deposits: সাধারণত ৭ দিন থেকে ১০ বছরের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। এমন অনেক প্রবীণ মানুষ আছেন যাঁরা ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করে সেখান থেকে প্রাপ্ত সুদ থেকে সংসার চালিয়ে থাকেন।

Saving Scheme: Fixed Deposit-এ নজরকাড়া সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, এখনই অ্যাকাউন্ট খুলে ফেলুন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় থেকে যাবতীয় খরচ মিটিয়ে সামান্য কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা প্রবণতা খুবই বেশি। সেই কারণে অনেকেই বাড়তি সুদের কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ ফিক্সড ডিপোজিটে সুদ হিসেবে অনেক বেশি টাকা পাওয়া যায়। এই ধরনের বিনিয়োগে ঝুঁকির পরিমাণও অনেক কম। ফিক্সড ডিপোজিটে দীর্ঘ ও স্বল্পমেয়াদি বিনিয়োগ করাও সম্ভব। ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে হয় এবং অন্যান্য অনেক বিনিয়োগের তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায়।
সাধারণত ৭ দিন থেকে ১০ বছরের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। এমন অনেক প্রবীণ মানুষ আছেন যাঁরা ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করে সেখান থেকে প্রাপ্ত সুদ থেকে সংসার চালিয়ে থাকেন। এমন অনেক ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা রয়েছে যারা ফিক্সড ডিপোজিটের ওপর অনেক বেশি সুদ দিয়ে থাকে। এফডিতে তাই টাকা রেখে সহজের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যেতে পারে। আজ আপনার জন্য রইল এমন কয়েকটি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার ঠিকানা, যাঁরা ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে। সেই ব্যাঙ্ক, আর্থিক সংস্থাগুলির নাম সুদের হার জেনে নিন…
কোথায় কত সুদ
জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank): ৭.৩৫ শতাংশ
উজ্জিবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): ৭.২ শতাংশ
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক (Fincare Small Finance Bank): ৭ শতাংশ
এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক (AU Small Finance Bank): ৬.৯ শতাংশ
সূর্যোদয় স্মল ফিনান্স (Suryoday Small Finance Bank): ৬.৭ শতাংশ
ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank): ৬.৬ শতাংশ
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank): ৬.৫ শতাংশ
আইডিফিসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank): ৬.৫ শতাংশ
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank): ৬.৫ শতাংশ
আরবিএল ব্যাঙ্ক (RBL Bank): ৬.৩ শতাংশ
Next Article