কলকাতা : আজ লক্ষ্মীবার। সাধারণত বাঙালি ঘরে লক্ষ্মীবারকে ধন সম্পত্তি লাভের জন্য শুভ দিন হিসেবে ধরা হয়। এদিকে সোনা লাভকো লক্ষ্মী লাভ হিসেবেই বিবেচনা করা হয়। বিনিয়োগকারীরা সোনা কিনে বিনিয়োগের পরিকল্পনাও করে থাকেন। তাই বৃহস্পতিবার সোনার দাম কোথায় বিরাজমান তা দেখে নেওয়া যাক।
সোমবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৬৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৬,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৮৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭১২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৮৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৮,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,২০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকালই এক লাফে অনেকটা দাম কমেছিল বাঙালির প্রিয় ধাতুর। এদিকে বৃহস্পতিবারও সেই ধারা বজায় থাকল। বাজার খুলতেই দাম কমল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৯০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৯৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। এই নিয়ে পরপর দুইদিন দাম কমল সোনার। গত একমাসে সর্বনিম্ন হল সোনার দাম। এদিকে রুপোর সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৬,১০০ টাকা। তবে গতকাল অনেকটা দাম বেড়েছিল রুপোর।
এদিন বিশ্ব বাজারে সোনার দাম রয়েছে ১,৮২০.৩৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ১,৯৩৬.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৫০ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২৩.৫০ টাকা।