Cheapest Gold: এত সস্তায় সত্যি? ৪০ হাজারের কমেই ১০ গ্রামের সোনা! মধ্যবিত্তের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত সরকারের
Gold Hallmarking: ২২ ক্যারেটের সোনাও লাখের কাছাকাছি ঘোরাফেরা করছে। তাহলে কি আর সোনার গহনা কেনা যাবে না? মধ্যবিত্তকে স্বস্তি জুগিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতে অনেক সস্তায় সোনা পাওয়া যাবে।

নয়া দিল্লি: সোনার যা দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তের আর নাগালের মধ্যে নেই। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। লাখের গণ্ডি পার করে গিয়েছে ২৪ ক্যারেটের সোনা। ২২ ক্যারেটের সোনাও লাখের কাছাকাছি ঘোরাফেরা করছে। তাহলে কি আর সোনার গহনা কেনা যাবে না? মধ্যবিত্তকে স্বস্তি জুগিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতে অনেক সস্তায় সোনা পাওয়া যাবে।
চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকার ৯ ক্যারেটের সোনাতেও হলমার্কিংয়ে সম্মতি জানিয়েছে। এবার ৯ ক্যারেটের সোনাতেও থাকবে বিআইএস মার্কিং অর্থাৎ এটিকে খাঁটি সোনা হিসাবেই গণ্য করা হবে। জুলাই মাস থেকেই গহনার দোকানি এবং হলমার্কিং সেন্টারগুলিকে এই নতুন নিয়ম মানতে বলা হয়েছে।
বিআইএস-র তরফে জানানো হয়েছে, ৯ ক্যারেটের সোনায় প্রতি হাজারে অন্তত ৩৭৫ পার্ট ফাইননেস বা শুদ্ধতা থাকতে হবে। তবেই তাতে হলমার্ক করা হবে।
এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এত কম বিশুদ্ধতার সোনা কিনে কী লাভ হবে? বর্তমানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯৪ হাজারের গণ্ডিতে ঘোরাফেরা করছে। কখনও তা বাড়ছে, কখনও তা সামান্য কমছে। এই পরিস্থিতিতে বহু মানুষের পক্ষেই এত চড়া দাম দিয়ে গহনা কেনা সম্ভব নয়। তাদের জন্য সোনার শখ মেটাবে এই ৯ ক্যারেটের সোনা।
বর্তমানে ৯ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৩৮ হাজার টাকার কাছাকাছি। এই সোনা দিয়ে গহনা তৈরি হলে, তার দামও স্বাভাবিকভাবেই অনেকটা কম পড়বে। সাধ্যের মধ্যেই হবে শখ পূরণ। অনেকেই যারা অনুষ্ঠানে বা পুজো-পার্বণে সোনা কিনতে পছন্দ করেন, তাদেরও বাজেটে সমস্যা হবে না।
গহনা প্রস্তুতকারকরাও খুশি ৯ ক্যারেটের সোনায় হলমার্কিংয়ের সিদ্ধান্তে। তাদের বক্তব্য, এতে যুব প্রজন্ম তাদের শখের হালকা ওজনের গহনা তৈরি বা কিনতে পারবে, যা এতদিন বাজেটের কারণে কিনতে পারত না।
প্রসঙ্গত, বর্তমানে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ২০ ক্যারেট, ১৮ ক্যারেট ও ১৪ ক্যারেটের সোনার হয়, যা প্রত্যেকটিই হলমার্ক যুক্ত। এবার সেই তালিকায় জুড়ল ৯ ক্যারেটের সোনাও।

