TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath
Sep 10, 2021 | 6:56 PM
আজ গণেশ পুজোর দিনও কোনও পরিবর্তন হল না পেট্রোল ডিজেলের দামে। এই নিয়ে পরপর পাঁচদিন একই রইল তরল সোনার দাম। আজ গণেশ পুজোর দিনও সরকারী তেল কোম্পানিগুলোর তরফে জ্বালানি তেলের দামে কোনও ফেরবদল করা হয়নি। শেষবার গত রবিবার দেশের আলাদা আলাদা শহরে ১০ পয়সা থেকে ১৫ পয়সা পর্যন্ত দাম কমেছিল পেট্রোলের। আজ গণেশ পুজোর দিন কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৮৪ টাকা।
প্রতিদিন সকাল ৬টায় আইওসিএলের (IOCL) তরফে পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করে দেওয়া হয়। সাধারণ মানুষ আইওসিএলের ওয়েবসাইটে গিয়ে অথবা এসএমএসের মাধ্যমে নিজের নিজের শহরে পেট্রোল ডিজেলের বর্তমান জানতে পারেন। ইন্ডিয়ান অয়েলের (IOC) গ্রাহকরা RSP লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এবং এইচপিসিএলের গ্রাহকরা HPPRICE লিখে ৯২২২২০১১২২ নম্বরে পাঠাতে পারেন। অন্যদিকে যারা বিপিসিএলের গ্রাহক, তারা RSP লিখে ৯২২৩১১২২২২ নম্বরে পাঠাতে পারেন।
আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার, গণেশ পুজোর দিন আইওসিএল প্রকাশিত জ্বালানি তেলের প্রকাশিত দাম অনুযায়ী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.৬২ টাকা।
ওই তালিকা অনুযায়ী মুম্বইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.১৯ টাকা প্রতি লিটার। চেন্নাইতে আজ পেট্রোলের দাম যেখানে লিটার প্রতি ৯৮.৯৬ টাকা সেখানে ডিজেলের দাম ৯৩.২৬ টাকা প্রতি লিটার। উত্তর প্রদেশের নয়ডায় আজ ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮৯.২১ টাকা, এবং পেট্রোলের দাম প্রতি লিটার ৯৮.৫২ টাকা। আজ জয়পুরে পেট্রোলের দাম ছিল ১০৮.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ছিল ৯৭.৭৬ টাকা প্রতি লিটার। অন্যদিকে মধ্যপ্রদেশের ভোপালে আজ পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৭.৪৩ টাকা।
প্রসঙ্গত দীর্ঘ পাঁচদিন ধরে দেশের বাজারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি না হওয়ায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। তার আগে ক্রমাগত সেঞ্চুরি পার করেও অপরাজিত ছিল জ্বালানি তেলের দাম। যা নিয়ে দেশজুড়ে নানা জায়গাতে সাধারণ মানুষের অসন্তোষও দেখতে পাওয়া গিয়েছিল।
আসলে বিদেশি মুদ্রার বাজারদরের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের আধারেই পেট্রোল ডিজেলের দাম পরিবর্তিত হয়। ভারতের তেলের মার্কেটিং কোম্পানিগুলি দাম সমীক্ষা করার পর প্রত্যেকদিন পেট্রোল ডিজেলের দাম নির্ধারিত করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রত্যেকদিন সকাল ৬টা নাগাদ পেট্রোল আর ডিজেলের সংশোধিত দাম প্রকাশ করে।